Shreyas Iyer: হঠাৎই বেসুরে কৈলাশ খেরের ‘সাঁইয়া’, গান গেয়ে চরম ট্রোলড কেকেআর ক্যাপ্টেন

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আইয়ারের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি কৈলাশ খেরের অত্যন্ত জনপ্রিয় 'সাঁইয়া' গানটি গাইছিলেন। সেই সময় তাঁর পরনে ছিল ব্রাজিলের একটি জার্সি।

Shreyas Iyer: হঠাৎই বেসুরে কৈলাশ খেরের 'সাঁইয়া', গান গেয়ে চরম ট্রোলড কেকেআর ক্যাপ্টেন
হঠাৎই বেসুরে কৈলাশ খেরের 'সাঁইয়া', গান গেয়ে চরম ট্রোলড কেকেআর ক্যাপ্টেনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 1:59 PM

নয়াদিল্লি : জাতীয় দল থেকে আপাতত তিনি দূরে। কবে ফিরবেন ২২ গজে? তা-ও নিশ্চিত নয়। নতুন বছরটা ভালো কাটছে না টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। ভারতীয় দল থেকে এমনি এমনি তিনি বাদ পড়েননি। চোট তাঁকে দল থেকে দূরে সরিয়ে দিয়েছে। চলতি বছরে বর্ডার-গাভাসকর ট্রফির সময় পিঠে সময় চোট পেয়েছিলেন শ্রেয়স। যে চোট পরবর্তীতে তাঁকে ছিটকে দেয় আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। লন্ডনে শ্রেয়সের পিঠের চোটের অস্ত্রোপচার হয়েছিল। তারপর থেকে তিনি রিহ্যাবে রয়েছেন। জানা গিয়েছিল, এশিয়া কাপের আগে তিনি ফিট হয়ে উঠতে পারেন। এখন সেই সম্ভবনাও কমছে। সূত্রের খবর, ফের শ্রেয়সের পিঠের ব্যাথা বেড়েছে। তাই তাঁকে হয়তো এ বারের এশিয়া কাপে (Asia Cup) দেখা যাবে না। এরই মাঝে কেকেআর ক্যাপ্টেনকে দেখা গেল অন্য অবতারে। যে অবতার মোটেও নেটিজ়েনদের মনে ধরেনি। কী এমন করলেন শ্রেয়স, যার জন্য চরম ট্রোলড হলেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি কৈলাশ খেরের অত্যন্ত জনপ্রিয় ‘সাঁইয়া’ গানটি গাইছিলেন। তাঁর পরনে ছিল ব্রাজিলের একটি জার্সি। হোটেলের রুমে বিছানায় বসে বন্ধুদের সঙ্গে তিনি ওই গানটি গাইছিলেন। আর তাতে বিন্দুমাত্র সুর মেলেনি শ্রেয়সের। ব্যস এতেই নেটিজ়েনরা রেগে কাঁই।

বেসুরো গলায় কৈলাশ খেরের গান গেয়ে চরম ট্রোলড হয়েছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। যেখানে কমেন্টের বন্যা বয়ে চলেছে। এক ঝলকে দেখে নিন শ্রেয়সের ওই বেসুরো গলায় ‘সাঁইয়া’ গান শোনার পর কী কমেন্ট করেছেন নেটিজ়েনরা —