Shubman Gill-Sara Tendulkar: শুভমন-সারার পাঁচ তথ্য সাড়া ফেলে দিয়েছে! ক্রিকেট মহলে যে কৌতুহল…

IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টে শুভমনদের সমর্থন করতেও হাজির ছিলেন সচিন। তাঁর নামাঙ্কিত ট্রফির সিরিজ। লর্ডসে ম্যাচ শুরুর বেলও বাজিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আলোচনা সচিনকন্য়া সারা তেন্ডুলকর। শুভমনও লন্ডনে। আলোচনা যেন হওয়ারই ছিল। শুভমন-সারার পাঁচ তথ্য যা সাড়া ফেলে দিয়েছে।

Shubman Gill-Sara Tendulkar: শুভমন-সারার পাঁচ তথ্য সাড়া ফেলে দিয়েছে! ক্রিকেট মহলে যে কৌতুহল...
Image Credit source: INSTAGRAM

Jul 14, 2025 | 5:00 PM

ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ সময় ইংল্যান্ড সফরেই থাকতে হবে ভারতীয় দলকে। তেমনই সদ্য শেষ হয়েছে টেনিসের মেজর টুর্নামেন্ট উইম্বলডন। মেয়েদের সিঙ্গলসে ট্রফি জিতেছেন ইগা স্বোয়তেক। ছেলেদের চ্যাম্পিয়ন জানিক সিনার। উইম্বলডনে ভারতের প্রাক্তন-বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি নানা সেলিব্রিটিকে দেখা গিয়েছে। পরিবারকে নিয়ে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। স্ত্রী অঞ্জলী এবং কন্যা সারা তেন্ডুলকরও ছিলেন। লর্ডস টেস্টে শুভমনদের সমর্থন করতেও হাজির ছিলেন সচিন। তাঁর নামাঙ্কিত ট্রফির সিরিজ। লর্ডসে ম্যাচ শুরুর বেলও বাজিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আলোচনা সচিনকন্য়া সারা তেন্ডুলকর। শুভমনও লন্ডনে। আলোচনা যেন হওয়ারই ছিল। শুভমন-সারার পাঁচ তথ্য যা সাড়া ফেলে দিয়েছে।

লন্ডনে একটি চ্যারিটি ইভেন্ট করেছেন যুবরাজ সিং। দেশের অন্য়তম সফল ক্রিকেটারের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রচুর তারকা। ভারতীয় দলের ক্রিকেটাররাও ছিলেন। সেখানে শুভমন-সারারও দেখা মিলেছে। কিছু ছবিও প্রকাশ্যে এসেছিল।

শুভমন-সারার যে পাঁচ তথ্য সাড়া ফেলেছে…

  1. সবার আগে আসা যাক, দু-জনের বয়সে। শুভমন গিলের বয়স ২৫, সারা তেন্ডুলকর ২৭। সারা বছর দুয়েকের বড়। সচিনের স্ত্রী অঞ্জলীও কিন্তু সচিন তেন্ডুলকরের থেকে বয়সে বড়।
  2. পেশাগত দিক থেকে বলা যাক। শুভমন গিলকে নিয়ে নতুন করে বলার নেই। পেশাদার ক্রিকেটার। টেস্ট ক্যাপ্টেন, ভবিষ্যতে সব ফরম্যাটের ক্য়াপ্টেনই মনে করা হচ্ছে। তেমনই আইপিএলে গুজরাট টাইটান্সেরও ক্যাপ্টেন শুভমন গিল। অন্য দিকে, সারা তেন্ডুলকর ব্যবসায় মন দিয়েছেন। পাশাপাশি সারা মডেলিং, সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টরও।
  3. দু-জনের শিক্ষাগত যোগ্যতাও সামনে এসেছে। শুভমন গিল ক্লাস টেন পাশ। ক্রিকেটে মনযোগ দিতেই আর পড়াশোনা করেননি। এক্ষেত্রে সারার সঙ্গে বিরাট পার্থক্য। সারা তেন্ডুলকর ক্লিনিক্যাল অ্যান্ড পাব্লিক হেল্থ নিউট্রিশনে মাস্টার্স করেছেন।
  4. শুভমন গিলের উচ্চতা ৬ ফুট। সারা তেন্ডুলকর ৫ ফুট ৪ ইঞ্চি। এই পার্থক্যের চেয়েও ব্যক্তিগত উপার্জনেও বড় পার্থক্য রয়েছে।
  5. শুভমন গিলের সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭ কোটি। যা ক্রমশ বাড়ছে। অন্যদিকে, সারা তেন্ডুলকরের সম্পত্তির পরিমাণ ১ কোটির মতো।