
ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ সময় ইংল্যান্ড সফরেই থাকতে হবে ভারতীয় দলকে। তেমনই সদ্য শেষ হয়েছে টেনিসের মেজর টুর্নামেন্ট উইম্বলডন। মেয়েদের সিঙ্গলসে ট্রফি জিতেছেন ইগা স্বোয়তেক। ছেলেদের চ্যাম্পিয়ন জানিক সিনার। উইম্বলডনে ভারতের প্রাক্তন-বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি নানা সেলিব্রিটিকে দেখা গিয়েছে। পরিবারকে নিয়ে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। স্ত্রী অঞ্জলী এবং কন্যা সারা তেন্ডুলকরও ছিলেন। লর্ডস টেস্টে শুভমনদের সমর্থন করতেও হাজির ছিলেন সচিন। তাঁর নামাঙ্কিত ট্রফির সিরিজ। লর্ডসে ম্যাচ শুরুর বেলও বাজিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আলোচনা সচিনকন্য়া সারা তেন্ডুলকর। শুভমনও লন্ডনে। আলোচনা যেন হওয়ারই ছিল। শুভমন-সারার পাঁচ তথ্য যা সাড়া ফেলে দিয়েছে।
লন্ডনে একটি চ্যারিটি ইভেন্ট করেছেন যুবরাজ সিং। দেশের অন্য়তম সফল ক্রিকেটারের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রচুর তারকা। ভারতীয় দলের ক্রিকেটাররাও ছিলেন। সেখানে শুভমন-সারারও দেখা মিলেছে। কিছু ছবিও প্রকাশ্যে এসেছিল।
শুভমন-সারার যে পাঁচ তথ্য সাড়া ফেলেছে…