ICC ODI Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবরকে পিছনে ফেললেন গিল, একে উঠে পড়লেন সিরাজ

আইসিসি ওডিআই ক্রমতালিকায় (ICC ODI Rankings) বাবর আজম যে সিংহাসনচ্যুত হতে চলেছেন, তা নিয়ে বিশ্বকাপের মাঝে বার বার আলোচনা হয়েছে। এ বার সেটাই হল। আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে সিংহাসন দখল করলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন শুভমন।

ICC ODI Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবরকে পিছনে ফেললেন গিল, একে উঠে পড়লেন সিরাজ
আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবরকে পিছনে ফেললেন গিল, একে উঠে পড়লেন সিরাজImage Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 2:48 PM

দুবাই: আইসিসি ওডিআই ক্রমতালিকায় (ICC ODI Rankings) বাবর আজম যে সিংহাসনচ্যুত হতে চলেছেন, তা নিয়ে বিশ্বকাপের মাঝে বার বার আলোচনা হয়েছে। এ বার সেটাই হল। আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে সিংহাসন দখল করলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর আগে অতীতে পুরুষদের আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। শুভমন গিল যেমন ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় সিংহাসনে বসেছেন, তেমনই বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি বিশ্বকাপে এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছেন শুভমন গিল। শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি গিল। তা না হলে আরও কিছুদিন আগেই হয়তো আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছে যেতেন শুভমন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত সপ্তাহে ৯২ রানের অনবদ্য ইনিংসের সুবাদে আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে শুভমনের। এখনও অবধি চলতি বিশ্বকাপে ৮টি ম্যাচ খেলে বাবর আজম করেছেন ২৮২ রান। কিন্তু আইসিসি রেটিং পয়েন্টে তিনি পিছিয়ে পড়েছেন শুভমনের থেকে। ভারতীয় ওপেনার শুভমনের রেটিং পয়েন্ট ৮৩০। আর বাবরের ৮২৪। এই তালিকায় তিনে রয়েছেন কুইন্টন ডি’কক। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় চারে রয়েছেন বিরাট কোহলি। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৭০। বিরাটের থেকে ডি’ককের পয়েন্টের ফারাক মাত্র ১ এর। ভারত অধিনায়ক রোহিত শর্মা ৭৩৯ পয়েন্ট নিয়ে আইসিসি ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছেন ৬ নম্বরে।

আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ভারতীয় বোলারদের উন্নতি হয়েছে। শীর্ষস্থান ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ (রেটিং পয়েন্ট ৭০৯)। তিনি ছাড়াও আইসিসি ওডিআই ক্রমতালিকায় ভারতের আরও ৩ বোলার রয়েছেন। সিরাজের সতীর্থ কুলদীপ যাদব চতুর্থ স্থানে পৌঁছেছেন। জসপ্রীত বুমরা ৬৫৪ পয়েন্ট নিয়ে রয়েছেন আট নম্বরে। আর ৬৩৫ পয়েন্ট নিয়ে দশে উঠে এসেছেন মহম্মদ সামি। দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ দু’ধাপ এগিয়ে দুইয়ে পৌঁছেছেন। অজি তারকা অ্যাডাম জাম্পা ছয় ধাপ এগিয়ে তিনে উঠেছেন। আর গত সপ্তাহে আইসিসি বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা শাহিন শাহ আফ্রিদি চার ধাপ নেমে পাঁচে চলে এসেছেন। আর ৬৫৮ পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।

ব্যাটার-বোলারদের আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন হলেও অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৩২৭। চোটের কারণে টুর্নামেন্ট থেকে সাকিব অবশ্য ছিটকে গিয়েছেন। অলরাউন্ডের তালিকায় অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের উন্নতি হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর নায়কোচিত ইনিংসের সুবাদে তিনি চারধাপ উঠে ছয় নম্বরে এসেছেন। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা।