Shubman Gill Sara Ali Khan : ধোনির স্টাম্পিং, ব্যর্থ শুভমন; ব্রেক আপের পর উচ্ছ্বসিত সারা
CSK vs GT, IPL 2023 : গিলের আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যামেরা ঘুরে যায় গ্যালারির দিকে। সেখানে উপস্থিত সারা আলি খান। পরনে সাদা ক্রপ টপ ও জিনস।
আমেদাবাদ: আইপিএলের মাঝপথেই নাকি ‘ব্রেক আপ’ হয়ে গিয়েছে দু’জনের। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করা শুরু করেছেন শুভমন গিল ও সারা আলি খান। দু’জনের পথ আলাদা হলেও আইপিএলের ফাইনাল উপলক্ষে ফের এক ছাদের তলায় শুভমন ও সারা। সোমবার বৃষ্টিবিঘ্নিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমনের ব্যাট চলেনি। তিনটে সেঞ্চুরির মালিক ৩৯ রানে ফেরেন মহেন্দ্র সিং ধোনির অসামান্য স্টাম্পিংয়ে। মাথায় হাত তাঁর। মাথা নীচু করে মাঠ ছাড়েন শুভমন। গিলের আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যামেরা ঘুরে যায় গ্যালারির দিকে। সেখানে উপস্থিত সারা আলি খান। পরনে সাদা ক্রপ টপ ও জিনস। গ্যালারিতে সারাকে দেখেই হইচই ক্রিকেট জনতার মধ্যে। জানালেন, এটাই প্রথম লাইভ ক্রিকেট ম্যাচ সারা আলি খানের। স্টেডিয়ামে বসে প্রথম ক্রিকেট ম্যাচ দেখলেন। জানালেন, ধোনিতে মুগ্ধ তিনি। তবে সঞ্চালকদের প্রবল প্রচেষ্টার পরও একটি বারের জন্য শুভমনের নাম মুখে আনলেন না। স্পষ্ট বলে দিলেন, “ধোনি যখন পিছনে, বাঁচবে কী করে (শুভমন )?”
প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গুজরাট টাইটান্স। বিশাল লক্ষ্য তাড়া করতে নামেন চেন্নাইয়ের দুই ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। সবেমাত্র তিন বল খেলা হয়েছে। তখনই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। মাঠ ছাড়তে বাধ্য হন দুই দলের ক্রিকেটাররা। বৃষ্টি থামার পর সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে গ্যালারি থেকে সারা আলি খানকে ও ভিকি কৌশলকে ডেকে নেওয়া হয়। দু’জনে নিজেদের আপকামিং ছবির প্রচারে এসেছেন। সেখানেই সারা জানালেন, এই প্রথমবার লাইভ ম্যাচ দেখতে এসেছেন। অভিনেত্রী বলেন, “দুই দিন ধরে বৃষ্টি চলছে। তা সত্ত্বেও এত মানুষ স্টেডিয়ামে এসেছেন। দুই দিন ধরে তাঁরা এখানেই রয়েছেন নিজেদের প্রিয় দলকে সমর্থনের জন্য। এমন সমর্থন দেখা যায় না।” ম্যাচের কোন সময়টা সবচেয়ে বেশি উপভোগ করছিলেন? সারা বলেন, “ডিআরএসের সময় হার্টবিট বেড়ে যাচ্ছিল আমার।” শুভমনের আউটের সময় থার্ড আম্পায়ার চেক করছিলেন। তখনও কি সারার হৃদয় ধকধক করছিল?
Vicky Kaushal and Sara Ali Khan in the Narendra Modi stadium watching final.#IPL2023 #CSKvsGT #IPLFinal pic.twitter.com/3aBxZluYVY
— Cricket Page (@CricketPage3) May 29, 2023
শুভমনের নাম না করলেও সারা আলি খানের মুখে ধোনির প্রশংসার ফুলঝুরি। বললেন, “অসাধারণ স্টাম্পিং। আমি তো বুঝতেই পারলাম না। চোখের নিমেষে ঘটে গেল।” নাম না করে তাঁর কটাক্ষ, “ধোনি যখন উইকেটে পিছনে তখন বাঁচবে কি করে?” ফাইনাল ম্যাচে ৯৬ রানের ইনিংস খেলেছেন সাই সুদর্শন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করে গেলেন সুদর্শন। যা দেখে মাথায় হাত পড়েছিল সইফ-কন্যার। এরপর সুনীল গাভাসকরের মুখে দাদু মনসুর আলি খান পতৌদির গল্প শুনলেন সারা। কথাগুলো শোনার সময় ৭৩ বছরে সানির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন অভিনেত্রী।