ICC ODI World Cup 2023: পিচ বিতর্কের কথা শুনে আকাশ থেকে পড়লেন গিল! প্রিন্সের উত্তরে হেসে লুটোপুটি সক্কলে
Subhman Gill: বুধবার সকালে বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, আইসিসিকে না জানিয়ে পিচ বদলেছে বিসিসিআই। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য় নির্ধারিত হয়েছিল ওয়াংখেড়ের ৭ নম্বর পিচ। কিন্তু নিজেদের সুবিধার্থে নাকি তা বদল করে ৬ নম্বর পিচ বেছে নেওয়া হয়েছে। আইসিসিকে না জানিয়ে এ কাজ করেছে বিসিসিআই, এমন গুরুতর অভিযোগ তোলা হয়। যদিও বিবৃতি দিয়ে অভিযোগকারীদের মুখ একেবারে চুপ করিয়েছে আইসিসি।
মুম্বই: দশে দশ! সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে জয়রথ ধরে রাখল টিম ইন্ডিয়া (Team India)। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। বুধবার যেন গোটা দেশে অঘোষিত ছুটি। দুপুরের পর রাস্তাঘাট ফাঁকা, প্রায় গোটা দেশ তখন চোখ রেখেছে টিভির পর্দায়। বুধ সকালে হঠাৎ একটি খবর শোরগোল ফেলেছিল। ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচের পিচ বদলানোর অভিযোগ ওঠে বিসিসিআইয়ের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান ফক্স ক্রিকেট, যুক্তরাজ্যের দ্য মেইলসহ একাধিক সংবাদ মাধ্যম দাবি তুলেছিল, নিজেদের সুবিধার্থে পিচ বদলেছে বিসিসিআই। যদিও বিবৃতি দিয়ে অভিযোগকারীদের মুখ বন্ধ করেছে আইসিসি। এ বার এই ব্যপারে মজার উত্তর দিলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বুধবার সকালে বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, আইসিসিকে না জানিয়ে পিচ বদলেছে বিসিসিআই। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য় নির্ধারিত হয়েছিল ওয়াংখেড়ের ৭ নম্বর পিচ। কিন্তু নিজেদের সুবিধার্থে নাকি তা বদল করে ৬ নম্বর পিচ বেছে নেওয়া হয়েছে। আইসিসিকে না জানিয়ে এ কাজ করেছে বিসিসিআই, এমন গুরুতর অভিযোগ তোলা হয়। যদিও বিবৃতি দিয়ে অভিযোগকারীদের মুখ একেবারে চুপ করিয়েছে আইসিসি। এ দিন আইসিসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, এটি কোনও নতুন ঘটনা নয়। দীর্ঘ ফরম্যাটে খেলায় অনেকসময় প্রয়োজনে এমনটা করতে হয়। এ বার এই ঘটনায় মজার প্রতিক্রিয়া দিলেন গিল। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে পিচ বিতর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করেন এক সাংবাদিক। গিলের কাছে জানতে চাওয়া হয় পিচ বিতর্ক কি সেমিফাইনালে চাপ বাড়িয়েছিল দলের? সাংবাদিকের এই প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়েন গিল।
উত্তর দেওয়ার আগে অবাক হয়ে চেয়েছিলেন খানিকক্ষণ। তারপর খানিকটা হেসে বলেন, “পিচ নিয়ে কিছু হয়েছিল? আমি তো জানিই-না! এই প্রথম বার আপনার থেকেই শুনছি।” গিলের উত্তরে হাসি চাপতে পারেননি বাকিরাও। সেমিফাইনালে শেষ পর্যন্ত ভাগ্য সঙ্গ দেয়নি প্রিন্সের। রিটায়ার্ড হার্টের শিকার হয়ে শতরানের সামনে থেকে ফিরে আসতে হয়। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি এখনও অধরা গিলের। ফাইনালে সেই লক্ষ্য়েই নামবেন গিল।