Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: তেইশের লক্ষ্য অপূর্ণ, চব্বিশে পা দিয়েও আক্ষেপ যাচ্ছে না শুভমন গিলের

নতুন বছর মানেই নতুন রেজোলিউশন নিয়ে থাকেন অনেকেই। এই তালিকায় সাধারণ মানুষরা যেমন থাকেন, তেমনই সেলিব্রিটিরাও থাকেন। রয়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিলও (Shubman Gill)। তিনি ২০২৩ সালে পা রাখার আগে ৩১ ডিসেম্বর, ২০২২ এ নিজের জন্য কয়েকটি লক্ষ্য স্থির করেছিলেন। তাঁর রেজোলিউশন লিস্টে ৫টি বিষয় উল্লেখ ছিল। কিন্তু সবক'টি পূর্ণ হয়নি।

Shubman Gill: তেইশের লক্ষ্য অপূর্ণ, চব্বিশে পা দিয়েও আক্ষেপ যাচ্ছে না শুভমন গিলের
তেইশের লক্ষ্য অপূর্ণ, চব্বিশে পা দিয়েও আক্ষেপ যাচ্ছে না শুভমন গিলের
Follow Us:
| Updated on: Jan 01, 2024 | 6:39 PM

নয়াদিল্লি: নতুন বছর মানেই নতুন রেজোলিউশন নিয়ে থাকেন অনেকেই। এই তালিকায় সাধারণ মানুষরা যেমন থাকেন, তেমনই সেলিব্রিটিরাও থাকেন। রয়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিলও (Shubman Gill)। তিনি ২০২৩ সালে পা রাখার আগে ৩১ ডিসেম্বর, ২০২২ এ নিজের জন্য কয়েকটি লক্ষ্য স্থির করেছিলেন। তাঁর রেজোলিউশন লিস্টে ৫টি বিষয় উল্লেখ ছিল। কিন্তু সবক’টি পূর্ণ হয়নি। যে কারণে, চব্বিশে পা দিয়েও আক্ষেপ যাচ্ছে না শুভমন গিলের। কিন্তু কীভাবে প্রকাশ্যে এল শুভমন গিলের গত বছরের রেজোলিউশন লিস্ট?

আসলে, বর্ষবরণের ঠিক আগে শুভমন গিল নিজের ইন্সটাগ্রামে একটি হাতে লেখা কাগজের ছবি তুলে ধরেছেন। সঙ্গে অবশ্য রয়েছে আরও ৭টি ছবি। এক ঝলকে দেখে নিন ২০২৩ সালে কোন কোন লক্ষ্য নিজের জন্য রেখেছিলেন শুভমন গিল—

১) ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি।

২) নিজের পরিবারকে খুশি রাখা।

৩) নিজের সেরাটা সব সময় দেওয়া এবং নিজেকে বেশি চাপে না ফেলা।

৪) বিশ্বকাপ।

৫) আইপিএলে অরেঞ্জ ক্যাপ।

গুজরাট টাইটান্সের জার্সিতে গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন শুভমন গিল। দেশের জার্সিতেও ২০২৩ সালে তাঁর পারফরম্যান্স বেশ ভালো। কিন্তু বিশ্বকাপ না জেতার মতো আক্ষেপও রয়েছে। ইন্সটাগ্রামে শুভমন গিল তাঁর ওই পোস্টের ক্যাপশনে গিল লিখেছেন, ‘ঠিক এক বছর আগে আমি নিজেই এই লক্ষ্যগুলো ঠিক করেছিলাম। ২০২৩ শেষ হতে চলেছে। এ বছর অনেক অভিজ্ঞতা হয়েছে, সঙ্গে দারুণ মজা করেছি, আবার অনেক শিক্ষাও পেয়েছি। তবে ওটাও বলতে হচ্ছে বছরটা পরিকল্পনা মতো শেষ হল না। কিন্তু গর্বিতভাবে বলতে পারি আমরা লক্ষ্যের একেবারে কাছাকাছি এসে গিয়েছিলাম। নিজেদের সেরাটা তুলে ধরেছিলাম। আগামী বছর একাধিক নতুন চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আসছে। আশা করি ২০২৪ সালে আমরা নিজেদের লক্ষ্যের আরও কাছে পৌঁছতে পারব। আমি আশা করি আপনারা সবাই যা করবেন তাতে ভালবাসা, আনন্দ ও শক্তি পাবেন।’

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন শুভমন গিল। নতুন বছরটা পরিবারের সঙ্গে কাটছে না গিলের। বরং সতীর্থদের সঙ্গে কেপটাউনে বর্ষবরণ করলেন শুভমন গিল। সেঞ্চুরিয়ন টেস্টে ওপেন করার সুযোগ পাননি শুভমন গিল। তিন নম্বরে নেমে ভারতের প্রথম ইনিংসে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন গিল। এরপর দ্বিতীয় ইনিংসে শুভমন ২৬ রান করেন। এ বার দেখার কেপটাউন টেস্টে কেমন পারফর্ম করেন শুভমন গিল।