Shubman Gill, IPL 2023 : সেঞ্চুরি করা কি অপরাধ? সোশ্যাল মিডিয়ায় কুৎসিত আক্রমণ শুভমন গিলের বোনকে
IPL 2023: ঘরের মাঠে প্লে অফে ওঠার শেষ লড়াইয়ে সেঞ্চুরি করে আরসিবিকে আশা দেখিয়েছিলেন বিরাট। কিন্তু আরসিবি ও কিং কোহলির স্বপ্নভঙ্গ করেছেন পঞ্জাবের ছেলে শুভমন গিল। কোহলির দুরন্ত শতরানের পাল্টা জবাব শুভমন দেন সুন্দর এক সেঞ্চুরি দিয়ে। সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা গিল ও তাঁর বোনকে নোংরা ভাবে আক্রমণও করেছেন।
মুম্বই: শুভমন গিল (Shubman Gill) আরসিবির (RCB) বিরুদ্ধে সেঞ্চুরি করে যদি গুজরাটকে না জেতাতেন? তা হলে প্লে অফের ছবিটা অন্যরকম হত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাট না জিতলেও হার্দিক পান্ডিয়ার দল প্লে অফে খেলত। তবে গুজরাট হারলে আরসিবি ফ্যানেরা একদিকে খুশি হতেন। অপরদিকে হতাশ হতেন মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা। আসলে, গুজরাট যদি না জিতত এ বারের আইপিএলের প্লে অফে উঠতেন বিরাট কোহলিরা। ঘরের মাঠে প্লে অফে ওঠার শেষ লড়াইয়ে সেঞ্চুরি করে আরসিবিকে আশা দেখিয়েছিলেন বিরাট। কিন্তু আরসিবি ও কিং কোহলির স্বপ্নভঙ্গ করেছেন পঞ্জাবের ছেলে শুভমন গিল। কোহলির দুরন্ত শতরানের পাল্টা জবাব শুভমন দেন সুন্দর এক সেঞ্চুরি দিয়ে। ওই ম্যাচের পর থেকে শুভমন প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছেন। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা তাঁকে নোংরা ভাবে আক্রমণও করেছেন। শুধু গিলকেই নয়, তাঁর বোনকেও কুৎসিত আক্রমণ করেন নিজেদের বিরাট ও আরসিবি ভক্ত বলা একদল নেটিজ়েন। যদিও এই প্রসঙ্গে নেটদুনিয়ায় দু’রকম মতামত প্রকাশ করেছেন আরসিবির ফ্যানেরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শুভমনের বোন শাহনীল গিল রবিবার চিন্নাস্বামীতে আরসিবি বনাম গুজরাট ম্যাচ দেখতে গিয়েছিলেন। গ্যালারিতে স্বাভাবিকভাবেই দাদার হয়ে গলা ফাটিয়েছেন। সাক্ষী থেকেছেন তাঁর দাদার সেঞ্চুরির। ইন্সটাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেছেন গিলের বোন।
এর আগে শুভমন গিলের বোন ২২ এপ্রিল গুজরাট-লখনউ ম্যাচের কিছু মুহূর্ত ও নিজের বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। শুভমন সেঞ্চুরি করার পর থেকে তাঁর বোনের সেই পোস্টে নিজেদের বিরাট ও আরসিবি ভক্ত বলা একদল নেটিজ়েন কুৎসিত মন্তব্য করেছেন।
টুইটারে শুভমনের বোন শাহনীলকে আক্রমণ করে একের পর এক টুইট ভাইরাল হয়েছে। কেউ কেউ প্রার্থনা করেছেন ঋষভ পন্থের মতো ভয়াবহ দুর্ঘটনার মুখে যেন পড়েন শুভমন। পন্থের সেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ছবি দিয়ে কেউ কেউ বলেন, ‘এই গাড়িটাই যদি গিল থাকতেন সবচেয়ে ভালো হত।’ শুধু তাই নয়, শুভমনের বোনের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে তাঁকেও গালিগালাজ করার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন। গিলের বোনকে নিয়ে একাধিক কুরুচিকর পোস্টও ভাইরাল হয়েছে।
একদিকে যখন এইরকম কুৎসিত আক্রমণের শিকার শুভমন ও তাঁর বোন, একদল আরসিবি ও বিরাট ভক্ত পুরো বিষয়টার চরম বিরোধিতা করেছেন। তাঁদের মতে, যারা এভাবে কুরুচিকর মন্তব্য করে নিজেদের আরসিবি ও বিরাটের ভক্ত বলছেন, তাঁরা আদতে আসল ভক্ত হতে পারেন না। বেশ কয়েকজন আরসিবি ও বিরাট ভক্তদের দাবি, এভাবে যেন শুভমন ও তাঁর বোনকে আক্রমণ না করা হয়।
Some of the sick kohli fans abusing Gill & his family(especially his sister)
This toxicity and the negative energy creates by these sk called fans is also one reason for the king to not see the light?
GILL is the Future superstar of Indian cricket❤ Agree or CRY forever sickos pic.twitter.com/8TYLG2LwTI
— Karthick Shivaraman (Imagine NO Blue tick Here) (@iskarthi_) May 21, 2023
If you’re true KOHLI fan kindly do unflw these retarded people’s. They are just bringing hate towards Kohli? to get some so called reach,fame and followers#ViratKohli? #Virat #viratkholi@VamosVirat @ReignOfVirat @Iconickohli pic.twitter.com/Gue5DxHs6t
— GODFATHER (@TH8GODFATHER) May 21, 2023
These mfs are abusing players of their own nation and call themselves as Loyal Fans. This is the reason why Virat Kohli and RCB gets so much hate on social media!
Everyone just mass report these accounts @ReignOfVirat ,@SaiKingkohli , @ffsvirat ,@VamosVirat ! ? pic.twitter.com/4m4P1koAFL
— Akshat (@AkshatOM10) May 22, 2023