Shubman Gill: চার-ছক্কার বর্ষণে আমেদাবাদের তাপমাত্রা বাড়ালেন GT ক্যাপ্টেন শুভমন গিল
GT vs PBKS, IPL 2024: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি শুভমন গিলের গুজরাট টাইটান্স ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। টস জিতে প্রথমে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন শিখর ধাওয়ান। শুরুতে ব্যাটিং করে ৪ উইকেটে ১৯৯ রান তুলেছে গুজরাট টাইটান্স।
কলকাতা: তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। আর তার উপর আমেদাবাদের তাপমাত্রা বাড়ালেন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। এ বারের আইপিএলের (IPL) সবচেয়ে কম বয়সী অধিনায়ক শুভমন। এই প্রথম বার অধিনায়ক হিসেবে অর্ধশতরান করলেন পঞ্জাব তনয়। তাও আবার তাঁর ‘ঘরের টিম’ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। অধিনায়োকচিত ইনিংস কারে কয়, তা বোঝালেন শুভমন। ৪৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি শুভমন গিলের গুজরাট টাইটান্স ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। টস জিতে প্রথমে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পঞ্জাবের ক্যাপ্টেন শিখর ধাওয়ান। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৯৯ রান তুলেছে শুভমন গিলের গুজরাট টাইটান্স।
মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ১৫তম ওভারের চতুর্থ বলে পঞ্জাবের হরপ্রীত ব্রারকে বাউন্ডারি মারেন গিল। তাতেই আইপিএলে অধিনায়ক হিসেবে প্রথম অর্ধশতরান পূর্ণ হয় শুভমনের। এ বারের আইপিএলে এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩১ রান করেছিলেন শুভমন। তারপর গুজরাটের ক্যাপ্টেন শুভমন চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যথাক্রমে ৮ ও ৩৬ রান করেছিলেন। লক্ষ্মীবারে ঘরের মাঠে এ বার শুভমন মরসুমের প্রথম হাফসেঞ্চুরিও করলেন।
First of many as a captain for Shubman Gill! 🫡#AavaDe | #GTKarshe | #TATAIPL2024 | #GTvPBKS pic.twitter.com/Gkuy9XAyBQ
— Gujarat Titans (@gujarat_titans) April 4, 2024
১৮৫.৪১ স্ট্রাইকরেটে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৮৯ রানের অপরাজিত ইনিংসের পথে শুভমনের ব্যাটে এসেছে ৬টি চার এবং ৪টি ছয়। ঋদ্ধিমান সাহার সঙ্গে ওপেন করতে নেমে এক্কেবারে গুজরাটের ইনিংসের শেষ অবধি মাঠে ছিলেন শুভমন গিল। ক্যাপ্টেন্স নক তো খেলেছেন তিনি। এ বার দেখার তাঁর টিম শেষ অবধি পঞ্জাবকে হারাতে পারে কিনা।