AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: কেকেআরকে হারিয়ে নাইটদের খোঁচা শুভমনের, সঙ্গ দিলেন হার্দিকও

KKR vs GT, IPL 2023: ঘরের মাঠে হেরে গিয়ে প্রাক্তনী শুভমন গিলের ব্যঙ্গ সহ্য করতে হল কেকেআরকে।

Shubman Gill: কেকেআরকে হারিয়ে নাইটদের খোঁচা শুভমনের, সঙ্গ দিলেন হার্দিকও
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 01, 2023 | 2:03 AM
Share

কলকাতা: বদলা নিয়েছে গুজরাট টাইটান্স। কেকেআর ও গুজরাট টাইটান্সের মধ্যে প্রথম ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিকদের নাকের ডগা দিয়ে বেরিয়ে যায় ম্যাচ (KKR vs GT)। সৌজন্যে রিঙ্কু সিং। নাইট তারকার পাঁচ বলে পাঁচ ছক্কার তোড়ে ভেসে গিয়েছিল গুজরাট (IPL 2023)। ফিরতি ম্যাচে কেকেআরকে তাদেরই ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়ে বদলা নিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের জুটি মিলে কেকেআরের দেওয়া ১৮০ রানের লক্ষ্য পার করে যায়। গুজরাটের জয়ে অবদান রয়েছে শুভমন গিলেরও (Shubman Gill)। শনি বিকেলের বৃষ্টিঝরা ইডেন গার্ডেন্সে গুজরাটের হয়ে ৪৯ রানের ইনিংস খেলেন কেকেআরের প্রাক্তনী গিল। প্রাক্তন টিমের বিরুদ্ধে জয় পেয়ে সোজাসুজি দলকে ট্রোল করার দিকে ঝুঁকলেন শুভমন। সঙ্গ দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রশিদ খান। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শনিবারের ম্যাচের পর টুইটার, ইনস্টাগ্রামে কয়েকটা ম্যাচের ছবি পোস্ট করেন শুভমন গিল। পোস্টের ক্যাপশনে লেখেন, “ডে রাইডার্স।” পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কেকেআরকে কটাক্ষ করে শুভমন পোস্টের এই ক্যাপশন দিয়েছেন বলে অনুমান নেটিজেনদের। ক্যাপশনের পাশে নীল রঙের হার্ট ইমোজিও দিয়েছেন। শুভমনের পোস্টের কমেন্ট বক্সে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া সারেন গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। কেকেআর সমর্থকরা গুজরাটের এই তরুণ তুর্কির পোস্ট ভালোভাবে নেননি। পোস্টের নিচে একজন লেখেন, “ভালো খেলেছ ঠিকই। তবে এত অহংঙ্কার ভালো নয়। নাইটদের ভুলে যেও না। তারাই তোমাকে আইপিএলে প্রথম সুযোগ দিয়েছিল।” যদিও সেসব মন্তব্যের পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি শুভমন।

নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলা শুভমন অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন। ৮ ম্যাচে ১৪২ স্ট্রাইক রেটে ৩৩৩ রান করেছেন। কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। যদিও তার আগের ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছিলেন।