Shubman Gill: ডমিনিকায় ফুরফুরে মেজাজে শুভমন, ফিল্ডিং করার সময় নাচলেন গিল
IND vs WI, Watch Video: ক্যারিবিয়ান আমেজে মাতলেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফিল্ডিং করার সময় গিলের নাচের এক ভিডিয়ো।

ডমিনিকা: ক্যারিবিয়ানরা সব সময় ফুরফুরে মেজাজে থাকেন। ওয়েস্ট ইন্ডিজে (West Indies) গেলে সেখানকার পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। বাইশ গজে ক্যারিবিয়ান ক্রিকেটাররা যেমন পাওয়ার হিটিং শট দেখায় তেমনই তাঁরা পার্টি করার দিক থেকেও পিছিয়ে নেই। ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটাররা মাঠে তো বটেই, ডান্স ফ্লোরেও হিট। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় দল। আর টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটারদের এ বার ক্যারিবিয়ান আমেজে মাততে দেখা গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ডমিনিকা টেস্টের প্রথম দিন ভারতীয় বোলারদের দাপট দেখা গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার সামনে কার্যত ব্যাটই চলেনি ক্যারিবিয়ানদের। দল ভালো পরিস্থিতিতে থাকলে ক্রিকেটাররাও ফুরফুরে থাকবেন তেমনটাই স্বাভাবিক। সেই ছবিই দেখা গিয়েছে ডমিনিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মাঠের মধ্যে ফিল্ডিং করার সময় নাচ করছিলেন গিল। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা মিউজিকের তালে মাঠকেই ডান্স ফ্লোর বানিয়ে ফেলেন গিল। সেই সময় ক্যারিবিয়ানদের হয়ে ক্রিজে ছিলেন রহকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান।
DO NOT MISS! Keep your eyes ? on the right side of the screen, we have a surprise Shubman Gill package for you!
He is truly enjoying the Caribbean atmosphere ? ???#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/jZRlqFdofl
— FanCode (@FanCode) July 12, 2023
ডমিনিকা টেস্টে শুভমন গিলের ‘ডান্স মুভ’
ফ্যানকোডের পক্ষ থেকে টুইটারে শুভমন গিলের নাচের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিস করবেন না! ডানদিকের স্ক্রিনে নজর রাখুন। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি শুভমন গিলের একটা সারপ্রাইজ প্যাকেজ। তিনি দারুণ ভাবে ক্যারিবিয়ান পরিবেশ উপভোগ করছেন।’
উল্লেখ্য, ডমিনিকায় প্রথম টেস্টের প্রথম দিন ১৫০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৮০ রান। ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ভারতের হয়ে ডেবিউ টেস্টে খেলতে নামা যশস্বী জয়সওয়াল। এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত রয়েছেন ৩০ রানে। প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৭০ রান পিছিয়ে রয়েছে ভারত।





