Jasprit Bumrah: ‘নীরবতাই…’, হঠাৎ রহস্যময় পোস্ট কেন দিলেন জসপ্রীত বুমরা?
দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ (Instagram) শেষ হওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যদিও এই মুহূর্তে ভারতীয় দল ব্যস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে। এরই মাঝে হঠাৎ জসপ্রীত বুমরা নিজের ইন্সটাগ্রামে এক রহস্যময় পোস্ট করেছেন। তাতে লিখেছেন, 'নীরবতা অনেক সময় সেরা উত্তর দেয়...', বুমরার এই পোস্টের কারণ জানেন?

নয়াদিল্লি: নীরবতা অনেক সময় সেরা উত্তর দিয়ে যায়। সাধারণ মানুষরা যেমন তা মানেন, তেমনই অনেক তারকা ক্রিকেটাররাও এই মতে বিশ্বাসী। বিশ্বকাপ (Instagram) শেষ হওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। হঠাৎ তিনি ইন্সটাগ্রামে এক রহস্যময় পোস্ট করেছেন। তাতে লিখেছেন, ‘নীরবতা অনেক সময় সেরা উত্তর দেয়…’, বুমরার এই পোস্টের কারণ জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিনকয়েক আগে শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে ভারতের অন্যতম সফল বোলার ছিলেন জসপ্রীত বুমরা। তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন। তারপর চলতি বছরের অগস্টে ভারতীয় ক্রিকেটে বুমরার কামব্যাক হয়। এশিয়া কাপের আগে আইরিশদের বিরুদ্ধে প্রত্যাবর্তন হয়েছিল বুমরার। সেই সফরে তাঁর নেতৃত্বেই জেতে ভারত। এর আগে টেস্টেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আয়ার্ল্যান্ড সফর থেকে বিশ্বকাপ অবধি দেশের জার্সিতে ভালোই পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা। তিনি মাঠের বাইরে থাকাকালীন ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছিল, আর কি আগের ফর্মে দেখা যাবে বুমরাকে? তাঁর চোট প্রবণতা নিয়ে হয়েছিল সমালোচনাও। অবশ্য তিনি মুখে নয় এই সব সমালোচনার উত্তর দিয়েছিলেন পারফর্ম করে।

ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার ইন্সটাগ্রাম স্টোরি।
এ বার ইন্সটাগ্রামে জসপ্রীত বুমরা রহস্যময় পোস্ট করায় তাঁর ভক্তকূলে আলোড়ন পড়ে গিয়েছে। কেন এমন পোস্ট করলেন বুমরা? তা নিয়ে জল্পনা বাড়ছে। এরই মাঝে ক্রিকেট মহলে আলোচনা চলছে, মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে বুমরার। কারণ, সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে এসেছেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বইয়ে ফেরায় অনেকই বলছেন, রোহিতের পর নেতৃত্বের দায়িত্বে দেখা যেতে পারে হার্দিককে। কিন্তু এ কথাও শোনা গিয়েছে, রোহিতের পর মুম্বইয়ের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। হার্দিক আসায় সেই সম্ভবনা কমতেই কি এমন পোস্ট? এ ছাড়াও নেটিজ়েনরা খুঁজে বের করেছেন, সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করেছেন জসপ্রীত বুমরা। ফলে অনেকেই বলাবলি করছেন মুম্বইয়ের সঙ্গে যে বুমরার সম্পর্ক আগের মতো নেই, তা স্পষ্ট।
Just one normal Instagram post of Bumrah and Cricket twitter is on fire. GOAT. He also unfollowed them from Instagram. Something is cooking for sure#GivingTuesdayIndia #Bumrah Captaincy #BharatLitFest #PSL9Draft #UttarakhandTunnelRescue pic.twitter.com/8jm24Wf9Hi
— Hina khan 𝕏 (@Hina69_) November 28, 2023
