কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) মঞ্চে এখনও রোহিত শর্মার ভারতকে কোনও টিম হারাতে পারেনি। আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে সুপার এইট শুরু করেছে টিম ইন্ডিয়া। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এ বারের বিশ্বকাপে এর আগে ভারত গ্রুপ পর্বে যে ৩টি ম্যাচ খেলেছিল তাতে বোলাররা সেরার পুরস্কার জিতেছিল। বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পর্বে ভারতের প্রথম ম্যাচে সেরার পুরস্কার এ বার এল ব্যাটারের খাতায়। আফগানদের বিরুদ্ধে ২৮ বলে ৫৩ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন সূর্যকুমার যাদব। ম্যাচের শেষে তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে। সূর্যকে সেখানে সিরাজ বলে ডাকেন এক রিপোর্টার। ব্যাস তারপর স্কাই যা করলেন…
একেই কি বলে গলতি সে মিসটেক? আইসিসির ইন্সটাগ্রাম তাই বলছে। আইসিসির পক্ষ থেকে স্কাইয়ের এক ভিডিয়ো শেয়ার করা হয়, যেখানে শোনা যায় এক রিপোর্টার তাঁকে প্রশ্ন করার আগে সিরাজ বলে ডাকেন। এরপর হাসতে হাসতে সূর্যকুমার যাদব বলেন, ‘সিরাজ তো এখানে নেই। সিরাজ ভাই খাবার খাচ্ছেন।’
ভিডিয়োটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োর কমেন্ট সেকশন ভরে গিয়েছে মজার মজার কমেন্টে। কেউ কেউ লিখেছেন, ‘সিরাজ ভাই বিরিয়ানি খাচ্ছেন।’ কেউ আবার লিখেছেন, ‘সূর্য দাদা একেবারে ডাউন টু আর্থ।’ সূর্যকুমার যাদবের মুখের হাসিই বলে দিচ্ছিল যে, তিনি বিষয়টা হালকাভাবেই নিয়েছেন।
আফগানদের বিরুদ্ধে সেরার পুরস্কার পেয়ে সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলির এক রেকর্ড স্পর্শ করেছেন। কোহলি এর আগে টি-২০ ক্রিকেটে ১৫ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। সূর্য টি-২০ বিশ্বকাপে রশিদ খানদের বিরুদ্ধে যে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন, সেটি তাঁর ১৫তম।