AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: বিরাট কোহলির ক্রিকেট থেকে বিরতি নেওয়া উচিত নয়, কে দিচ্ছেন এমন পরামর্শ?

ক্রিকেট থেকে সাময়িক বিরতির পক্ষে নন তিনি। বরং যত খেলবেন বিরাট কোহলি, ততই তাঁর রানে ফেরার সম্ভাবনা বাড়বে। ভারতের সেরা ব্যাটারকে নিয়ে কে বলছেন এমন কথা?

Virat Kohli: বিরাট কোহলির ক্রিকেট থেকে বিরতি নেওয়া উচিত নয়, কে দিচ্ছেন এমন পরামর্শ?
Virat Kohli: বিরাট কোহলির ক্রিকেট থেকে বিরতি নেওয়া উচিত নয়, কে দিচ্ছেন এমন পরামর্শ?
| Edited By: | Updated on: May 10, 2022 | 2:00 PM
Share

মুম্বই: যতই ফর্মে না থাকুন, যতই তাঁকে নিয়ে দুশ্চিন্তার পারদ চড়ুক নির্বাচকদের, যতই আইপিএলে (IPL 2022) একের পর এক অবাক করা শূন্য করুন তিনি, বিরাট কোহলির (Virat Kohli) ক্রিকেট থেকে সাময়িক বিরতির নেওয়ার পক্ষে নন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রবি শাস্ত্রীর মতো প্রাক্তন কোচ বলেছেন, নিজেকে অতিরিক্ত ব্যবহার করেছেন বিরাট, তার ফল ভোগ করতে হচ্ছে। মাইকেল ভনের মতো প্রাক্তন আবার বলছেন, ক্রিকেট থেকে সাময়িক বিরতির নেওয়া উচিত। ওয়ার্কলোড বিরুদ্ধে যাচ্ছে বিরাটের। কিন্তু এই পথে হাঁটতে নারাজ সানি। বরং তাঁর পরামর্শ অন্য। নিজেকে ফিরে পেতে হলে বাইশ গজই হবে তাঁর সেরা জায়গা, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ।

এ বারের আইপিএলে একেবারে ফর্মে নেই বিরাট। একটা মাত্র হাফসেঞ্চুরি করেছেন। তিনবার শূন্য রানে ফিরেছেন ড্রেসিংরুমে। তবু ফর্মে না থাকা বিরাট কোহলিকে নিয়ে সানির মন্তব্য়, ‘ক্রিকেট থেকে বিরতি নেওয়ার মানে এই নয় যে, বিরাট ভারতের হয়ে খেলবে না। ভারতের হয়ে খেলাটা এক নম্বর লক্ষ্য হওয়া উচিত। একটা সোজা ব্যাপার বুঝতে হবে, ও যদি না খেলে, ফর্মে ফিরে পাবে কি করে? ড্রেসিংরুমে বসে থেকে কেউ কি নিজের ফর্ম ফিরে পায়? বিরাট যত বেশি খেলবে, তত বেশি ওর ফর্মে ফেরার সম্ভাবনা থাকবে।’

আইপিএলের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে ভারতের। তার পর আয়ার্ল্যান্ড আসবে। এই দুটো সিরিজে বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে। টিম বাছার আগে নির্বাচকরা নাকি তাঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন, এমনও শোনা যাচ্ছে। কিন্তু সানি একমত নন। তাঁর স্পষ্ট কথা, ‘ভারতের হয়ে খেলা কিংবা খেলতে চাওয়া যে কোনও ক্রিকেটারকে কিংবা ভারতের ম্যাচ নিয়মিত দেখে এমন কাউকে জিজ্ঞেস করুন, বলবে, দেশের হয়ে খেলার সময় সেরা ফর্মে খেলতে বা দেখতে চায় তারা। ভারতের ম্যাচ থেকে বিরতি নেওয়া যাবে না। সবাই বিরাটকে ভারতের হয়ে খেলার সময় রানে দেখতে চায়। আমরা সবাই সেটা চাই। বিরাটকে আবার বড় রানে দেখতে চাই।’