Women’s Cricket: মেয়েদের ক্রিকেটেও এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ!
World Test Championships: দীর্ঘ ন-বছর পর দেশের মাটিতে টেস্ট খেলার সুযোগ। উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দলও। ক্রিকেট সমর্থকরাও মুখিয়ে নতুন তারকাদের টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করা দেখতে। এটা যদি দীর্ঘমেয়াদী হয়? পুরুষদের ক্রিকেটে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ শুরুর ভাবনা দীর্ঘদিন ধরেই ছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। অবশেষে ২০১৯ সালে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯-২০২১ এবং ২০২১-২০২৩ দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত।
মুম্বই: মেয়েদের ক্রিকেটে যে গত কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে এ বিষয়ে সন্দেহ নেই। ভারতে এর প্রসার, প্রচার অনেকটাই বেড়েছে। দীর্ঘ ৯ বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাদের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট খেলবেন হরমনপ্রীতরা। গত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরেও একটি করে টেস্ট খেলেছিল ভারতীয় দল। এর মধ্যে অস্ট্রেলিয়া সফরে গোলাপি টেস্টও ছিল। এ বার হোম সিরিজ। এর মাঝেই প্রশ্ন, মেয়েদের ক্রিকেটেও কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে পারে? ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা মনে করছেন, না হাওয়ার কিছু নেই। কী বলছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ট্যামি বোমন্ট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দীর্ঘ ন-বছর পর দেশের মাটিতে টেস্ট খেলার সুযোগ। উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দলও। ক্রিকেট সমর্থকরাও মুখিয়ে নতুন তারকাদের টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করা দেখতে। এটা যদি দীর্ঘমেয়াদী হয়? পুরুষদের ক্রিকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর ভাবনা দীর্ঘদিন ধরেই ছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। অবশেষে ২০১৯ সালে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯-২০২১ এবং ২০২১-২০২৩ দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফি আসেনি। মেয়েদের ক্রিকেটেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ করা যেতে পারে, মনে করছেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।
মেয়েদের ক্রিকেটে নিয়মিত টেস্ট খেলা দেশের সংখ্যা খুবই কম। বলা ভালো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত ছাড়া কোনও দলই টেস্ট খেলে না। এর মধ্যেও গ্যাপ প্রচুর। ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে স্মৃতি মান্ধানা বলছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেলে আমার চেয়ে আর বেশি খুশি কেউ হবে না। তবে এটা আমাদের হাতে নেই। বোর্ড এবং আইসিসিই সিদ্ধান্ত নেবে। পুরুষদের ক্রিকেটে এত টেস্ট এবং চ্যাম্পিয়নশিপ দেখার পর আমাদেরও মনে হয়, এমন কিছুর অংশ হতে পারলে ভালো হত। তবে যেটা বললাম, এটা প্রশাসনিক সিদ্ধান্ত।’
বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট। ন-বছর আগে ঘরের মাঠে টেস্ট খেলা ভারতীয় স্কোয়াডের মাত্র দু-জন এ বারও রয়েছেন। তাঁরা হলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। স্কোয়াডে একঝাঁক নতুন ক্রিকেটার। দু-বছরের বিরতিতে ফের টেস্ট খেলবে ভারতীয় মহিলা দল। অন্যদিকে, ইংল্যান্ড ছ-মাস আগেই অ্যাসেজ টেস্ট খেলেছে।
স্মৃতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্ভাবনা দেখলেও আশাবাদী নন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ট্যামি বোমন্ট। তিনি মনে করেন, এই সম্ভাবনা ক্ষীণ। ১০ বছর আগে টেস্ট অভিষেক করা বোমন্ট কেরিয়ারে খেলেছেন মাত্র আটটি টেস্ট। সেই থেকেই বড় স্বপ্ন দেখতে পারছেন না!