ব্রিসবেন: বিরাট কোহলিরা ইংল্যান্ড সফর সেরে আইপিএলের মঞ্চে। আর ভারতীয় মহিলা ক্রিকেটাররা (Indian Women Team) পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায়(Australia)। সোমবার ১৪ দিনের কোয়ারান্টিন পর্ব শেষ হয়েছে। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছেন মিতালিরা (Mithali raj)। ২১ সেপ্টেম্বর থেকে একদিনের (ODI) সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়ার প্রমিলা ব্রিগেড। তারপর ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট (pink ball test) ম্যাচ। সব শেষে তিন ম্যাচের টি২০ (T20) সিরিজ। অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী (confident) ভারতীয় দল।
দলের অন্যতম তারকা ওপেনার স্মৃতি মান্দানা বলছেন, গত টি২০ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার কাছে হারই তাদের বদলে দিয়েছে। স্মৃতির কথায়, ”কোভিড দলের সবাইকে একটা বড় বিরতির সুযোগ করে দিয়েছে। দলের সবাই নিজেদের নিয়ে ভাবার সময় পেয়েছে, নিজেদের খেলার কোন কোন দিকে আরও উন্নতির প্রয়োজন, সেটাও নিয়েও কাজ করার সুযোগ পেয়েছে সবাই। ফিটনেসের উন্নতি করার চেষ্টা হয়েছে। এবার মাঠে নেমে ক্রিকেটের ছন্দে ফেরার পালা।”
ভারতীয় দল ঘরের মাঠে জুন-জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছে। তারপর অস্ট্রেলিয়া সফর। এর মাঝেই আবার স্মৃতি, শেফালি ও হরমনপ্রীতরা ইংল্যান্ডে হান্ড্রেড সিরিজ খেলেছেন। অস্ট্রলিয়ার বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ”আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালোবাসি। বিশ্বের সেরা দলগুলির একটা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা মানেই সবাই বাড়তি উত্তেজনা। অজিরা প্রতিযোগিতার দিক থেকে ছেড়ে কথা বলে না। অমারাও সেই মানসিকতা নিয়েই মাঠে নামি।” জানিয়েছেন ভারতীয় ওপেনার।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি। ১৯ বছরের স্মৃতির ব্যাট থেকে এসেছিল ১০২ রানের ইনিংস। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে সব থেকে বেশি টি২০ রান করার রেকর্ডও আছে স্মৃতির ঝুলিতে। শনিবার ব্রিসবেনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। তারপর শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার ব্যাট বলের তুমুল লড়াই।