Smriti mandhana: বিরাটের পর মিতালি, মেয়েদের দলেও নেতা বদলের হওয়া?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 10, 2021 | 9:16 AM

ওয়ান ডে বিশ্বকাপের পর অবসর নিতে পারেন মিতালি রাজ (Mitahli Raj)। এমনটাই বলা হচ্ছে তাঁকে নিয়ে। মিতালির জায়গায় ভারতীয় মহিলা দলকে নেতৃত্বে দেবেন কে?

Smriti mandhana: বিরাটের পর মিতালি, মেয়েদের দলেও নেতা বদলের হওয়া?
Smriti mandhana: বিরাটের পর মিতালি, মেয়েদের দলেও নেতা বদলের হওয়া? (ছবি-টুইটার)

Follow Us

মুম্বই: বুধবার ভারতীয় পুরুষ দলে নেতা বদল হয়েছে। বিরাট কোহলিকে (Virat Kohli) সরিয়ে সাদা বলের ক্রিকেটে নেতা করা হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। কেন এমন সিদ্ধান্ত? কোন দিক মাথায় রেখে এই বদল? তা নিয়ে তুমুল আলোচনা চলছে ভারত তথা বিশ্ব ক্রিকেটে। ছেলেদের ক্রিকেটের মতো পরিবর্তনের হাওয়া কি ঢুকে পড়ল মেয়েদের ক্রিকেটেও?

ওয়ান ডে বিশ্বকাপের পর অবসর নিতে পারেন মিতালি রাজ (Mitahli Raj)। এমনটাই বলা হচ্ছে তাঁকে নিয়ে। মিতালির জায়গায় ভারতীয় মহিলা দলকে নেতৃত্বে দেবেন কে? সেই প্রশ্নের উত্তরে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন শান্তা রঙ্গস্বামী মনে করেন মিতালির বদলে নতুন অধিনায়ক করা যেতে পারে স্মৃতি মন্ধানাকে (Smriti mandhana)। বর্তমানে টেস্ট ও একদিনের ম্যাচে ভারতের প্রমীলা ব্রিগেডকে নেতৃত্ব দেন মিতালি। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) টি-২০ দলের নেতৃত্বে। শান্তার মতে হরমন ধারাবাহিক নন, তাই স্মৃতিকেই বাছা হোক দেশের নতুন টেস্ট ও একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন।

শান্তার যুক্তি, “মিতালি অবসর নেওয়ার পর স্মৃতিই ভারতের ক্যাপ্টেন হওয়ার যোগ্য প্রার্থী। দেশের হয়ে দারুণ পারফর্ম করছে। ধারাবাহিকও। তাই ওকে দেওয়া যেতে পারে দলের নেতৃত্ব।” দেশের হয়ে ৪টি টেস্ট, ৬২টি একদিনের ম্যাচ ও ৮৪টি টি-২০ ম্যাচ খেলেছেন স্মৃতি। বিগ ব্যাশ লিগেও সেঞ্চুরি করেছেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য শান্তা রঙ্গস্বামী মনে করেন, অধিনায়কত্বের প্রভাব হরমনপ্রীতের ব্যাটিংয়ে পড়ছে। একেবারেই ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন না হ্যারি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন। মুক্ত মনে পারফর্ম করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছেন হরমনপ্রীত।

আগামী বছর মার্চ-এপ্রিল মাসে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে কিউয়িদের বিরুদ্ধেই সে দেশে সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। এর মাঝেই দেশের মহিলা ক্রিকেটাররা চ্যালেঞ্জার্স খেলতে নেমেছিলেন। সেখানে নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে খুশি শান্তা রঙ্গস্বামী। মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যত্‍ সুরক্ষিত।

আরও পড়ুন: Sourav Ganguly: কেন নেতা রোহিত? কী বললেন বোর্ড সভাপতি সৌরভ

আরও পড়ুন: বিরাটের মতো ব্যাটার টিমের দরকার, বলছেন রোহিত

Next Article
Ben Stokes: হাঁটুতে চোট স্টোকসের, বড় ধাক্কা রুটদের
Ravi Shastri: বোর্ডের বিরুদ্ধে আবার বিস্ফোরণ রবি শাস্ত্রীর