ICC: মেয়েদের বর্ষসেরা স্মৃতি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 24, 2022 | 4:00 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৭৮ রান করেন। একদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৯ রানের ইনিংসও উপহার দেন স্মৃতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ছন্দে দেখা যায় ভারতীয় বাঁ-হাতি ব্যাটারকে। দ্বিতীয় একদিনের ম্যাচে ৮৬ রান করেন। টেস্টে সেঞ্চুরিও করেন। টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। সেই টেস্টের সেরা খেলোয়াড়ও হন স্মৃতি মান্ধানা।

ICC: মেয়েদের বর্ষসেরা স্মৃতি
স্মৃতি মান্ধানা। ছবি: টুইটার

Follow Us

দুবাই: মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এই নিয়ে দ্বিতীয়বার। দুরন্ত পারফর্ম করার ফলই পেলেন ভারতের বাঁ-হাতি ওপেনার। আইসিসির (ICC) বিচারে বর্ষসেরা হলেন স্মৃতি মান্ধানা। ২০২১ সালে ২২ ম্যাচে ৮৫৫ রান করেছেন ভারতের বাঁ-হাতি ওপেনার। ব্যাটিং গড় ৩৮.৮৬। তার মধ্যে রয়েছে একটা সেঞ্চুরি আর ৫টা হাফ সেঞ্চুরি। ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team) সে ভাবে সাফল্য না পেলেও স্মৃতি দারুণ পারফর্ম করেছেন। দঃ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দুরন্ত পারফর্ম করেন স্মৃতি। ওই সিরিজে ৮ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে জেতে ভারত। কিন্তু ভারতীয় বাঁ-হাতি ওপেনার প্রত্যেক ম্যাচেই ভালো রান করেন। দ্বিতীয় একদিনের ম্যাচে ৮০ আর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৪৮ রান করেন স্মৃতি।

 

ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৭৮ রান করেন। একদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৯ রানের ইনিংসও উপহার দেন স্মৃতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ছন্দে দেখা যায় ভারতীয় বাঁ-হাতি ব্যাটারকে। দ্বিতীয় একদিনের ম্যাচে ৮৬ রান করেন। টেস্টে সেঞ্চুরিও করেন। টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। সেই টেস্টের সেরা খেলোয়াড়ও হন স্মৃতি মান্ধানা।

 

 

 

 

 

ভারত-অস্ট্রেলিয়া মেয়েদের দিন রাতের টেস্টে স্মৃতি মান্ধানার সেঞ্চুরি স্মরণীয় হয়ে রয়েছে। প্রথম ইনিংসে ১২৭ রান করেছিলেন স্মৃতি। ভারতীয় বাঁ-হাতি ওপেনারকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন বোর্ড সচিব জয় শাহ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে দু’বার বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাওয়ায় তাঁকে কুর্নিশ জানান বোর্ড সচিব।

 

 

আরও পড়ুন: ICC: ওয়ান ডে-তে বর্ষসেরা বাবর আজম, সেরা আম্পায়ার এরাসমাস

 

Next Article