AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Women’s Cricket Team: প্রোটিয়াদের তছনছ করে কিংবদন্তি ঝুলন গোস্বামীর রেকর্ডে ভাগ বসালেন স্নেহ রানা

Sneh Rana: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইয়ে হওয়া একমাত্র টেস্টে ১০টি উইকেট একাই সাবাড় করেছেন স্নেহ রানা। সেই সঙ্গে প্রোটিয়াদের তছনছ করে তিনি ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামীর এক রেকর্ডে ভাগ বসিয়েছেন।

Indian Women's Cricket Team: প্রোটিয়াদের তছনছ করে কিংবদন্তি ঝুলন গোস্বামীর রেকর্ডে ভাগ বসালেন স্নেহ রানা
Indian Women's Cricket Team: প্রোটিয়াদের তছনছ করে কিংবদন্তি ঝুলন গোস্বামীর রেকর্ডে ভাগ বসালেন স্নেহ রানা Image Credit: X
| Updated on: Jul 01, 2024 | 3:34 PM
Share

কলকাতা: ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামীর এক রেকর্ড চেন্নাইয়ে ভাঙলেন স্নেহ রানা। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ খেলছে ভারত (Indian Women’s Cricket Team) ও প্রোটিয়া মহিলা টিম। যেখানে প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ ৬ উইকেটে ৬০৩ রান তুলেছিল টিম ইন্ডিয়া। তারপর ইনিংস ডিক্লেয়ার করেন হরমনপ্রীত কৌর। এরপর প্রথম ইনিংসে ২৬৬ রানে অল আউট হয় প্রোটিয়ারা। নেপথ্যে স্নেহ রানার (Sneh Rana) ৮ উইকেট। অবশ্য ৮ উইকেটেই থেমে থাকেননি স্নেহ। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নিয়ে এক টেস্টে ঝুলিতে মোট ১০ উইকেট ভরেছেন স্নেহ। তাতেই ঝুলনের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

ভারতের ডান হাতি বোলার স্নেহ রানা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫.৩ ওভারে ৭৭ রান খরচ করে ৮টি উইকেট নিয়েছিলেন। তাতে ছিল ৪ ওভার মেডেন। আর তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারে ১১১ রান দিয়ে নেন ২টি উইকেট। ফলো অন খেয়ে দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে প্রোটিয়ারা। এই টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৭ রান।

ভারতের জার্সিতে কোন মহিলা ক্রিকেটাররা টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? এই তালিকায় প্রথমেই রাখতে হয় ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামীর নাম। তিনি টনটনে ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর এই তালিকায় রয়েছেন স্নেহ রানা। তিনি চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একমাত্র টেস্টে ১০টি উইকেট নিয়েছেন। এই তালিকায় তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে — দীপ্তি শর্মা (২০২৩ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে), হরমনপ্রীত কৌর (২০১৪ সালে মাইসোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) এবং নীতু ডেভিড (১৯৯৫ সালে জামশেদপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে)।