Snehasish Ganguly on Champions Trophy 2025 Final: কিউয়ি কাঁটা উপড়ে ফেলবে ভারত? সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিসের মুখে ২৫ বছর আগের ফাইনালের কথা…

Nileswar Sanyal | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2025 | 5:37 PM

ICC Champions Trophy 2025 Final: ক্রিকেটের প্রসারের লক্ষ্যে জলপাইগুড়িতে গিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেখানে স্নেহাশিসকে প্রশ্ন করা হয় যে কোন টিম হবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। উত্তরে যা বললেন মহারাজের দাদা, জেনে নিন বিস্তারিত।

Snehasish Ganguly on Champions Trophy 2025 Final: কিউয়ি কাঁটা উপড়ে ফেলবে ভারত? সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিসের মুখে ২৫ বছর আগের ফাইনালের কথা...
কিউয়ি কাঁটা উপড়ে ফেলবে ভারত? সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিসের মুখে ২৫ বছর আগের ফাইনালের কথা...
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

রবিবার দুবাইতে ভারত এবং কিউয়িদের মিনি বিশ্বকাপ ফাইনাল। ২৫ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে খেলেছিল টিম ইন্ডিয়া (Team India)। সেখানে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। ফের ওই টুর্নামেন্টের ফাইনালে সাক্ষাৎ হচ্ছে দুটো দলের। ক্রিকেট মহলের অনেকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন ভারতকে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও (Snehasish Ganguly) রয়েছেন সেই তালিকায়।

ক্রিকেটের প্রসারের লক্ষ্যে জলপাইগুড়িতে গিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সভাপতি হবার পর এই প্রথম বার তিনি জলপাইগুড়িতে গেলেন। আর তাঁর এই সফর ঘিরে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা দপ্তরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। শুক্রবার বিকেলে তিনি DSA কার্যালয়ে আসেন। তাঁকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর সেখানে তাঁকে প্রশ্ন করা হয় তাঁর কী মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে কোন দল? এই প্রশ্নের উত্তরে স্নেহাশিস বলেন, “যেহেতু খেলাটা হবে দুবাইতে, তাই ভারত একটু হলেও এগিয়ে থাকবে। কারণ আমরা ওই ধরণের উইকেটে খেলে অভ্যস্থ। তাই আমি তো ফেভারিট বলব ভারতকে। ২৫ বছর আগে যাই হোক না কেন, এ বার আমার মনে হচ্ছে চ্যাম্পিয়ন হবে ভারত। ট্রফিটা আমরা নিয়ে আসব।”

এই খবরটিও পড়ুন

জলপাইগুড়ি সফরে যাওয়া প্রসঙ্গে তিনি জানান, খেলার আসল প্রতিভা জেলায় জেলায় লুকিয়ে রয়েছে। তাই গত দু’বছর ধরে জেলায় ক্রিকেট খেলার প্রসার আরও বেশি করে ঘটানোর জন্য সিএবি নানা উদ্যোগ নিয়েছিল। বাস্তবে জেলাগুলিতে কতটা ক্রিকেটের প্রসার ঘটল এবং আরও কী কী খামতি রয়েছেস তা খতিয়ে দেখতে জলপাইগুড়ি পৌঁছে যান স্নেহাশিস। পাশাপাশি তিনি জানান, মহিলা ক্রিকেটের একটা বড় অংশ আসে জেলা থেকে। তাই এই জেলায় তার অগ্রগতি কেমন হচ্ছে সেটাও দেখা হবে। তিনি আরও জানান, জলপাইগুড়ি চা বলয়ে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করার কাজ জেলা ক্রীড়া সংস্থাকে করতে হবে। চিহ্নিত করা হলে তারপর বাকি কাজ সিএবি করবে। কিউরেটর সহ অন্যান্য পরিকাঠামো দেওয়ার পরেও হার্ড পিচের বদলে জলপাইগুড়ি জেলায় এখনও ম্যাটে কেন খেলা হচ্ছে, তা নিয়ে খোঁজ নেবেন বলেও জানান তিনি।