Sourav Ganguly Net Worth: সৌরভ গাঙ্গুলির মোট সম্পত্তি কত জানেন? মহারাজের জন্মদিনে টাকাকড়ির হিসাবটা দেখুন
Sourav Ganguly Birthday Special: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটিং স্টাইল, মাঠে তাঁর হাটাচলা এসব দেখে ধারাভাষ্যকার জিওফ্রে বয়কট বলে উঠেছিলেন প্রিন্স অব ক্যালকাটা। শুধু নামেই নয়, সম্পত্তির দিক থেকেও 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট ছাড়ার পরও নানা ভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। ধারাভাষ্য দিয়েছেন, বাংলা ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন।
মহারাজের জন্মদিন। বাংলা ও বাঙালির কাছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় এনেছিলেন। গড়াপেটার অন্ধকার সময়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ভারতের ক্রিকেট প্রেমীরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া সকলের মধ্যে আবার সেই বিশ্বাসটা ফেরাতে পেরেছিলেন। বিদেশের মাটিতেও জিততে পারে টিম, লড়াই করতে পারে প্রমাণ করে দিয়েছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেটে উত্থান বীরেন্দ্র সেওয়াগ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, মহম্মদ কাইফদের মতো কিংবদন্তিদের। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন। শুধু কি নামেই মহারাজ? তা কিন্তু নয়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটিং স্টাইল, মাঠে তাঁর হাটাচলা এসব দেখে ধারাভাষ্যকার জিওফ্রে বয়কট বলে উঠেছিলেন প্রিন্স অব ক্যালকাটা। শুধু নামেই নয়, সম্পত্তির দিক থেকেও ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট ছাড়ার পরও নানা ভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। ধারাভাষ্য দিয়েছেন, বাংলা ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। আইসিসি মেনস ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট।
ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় যে লেগ্যাসি তৈরি করেছেন, তা অমর। বর্ণময় ক্রিকেট কেরিয়ারে প্রচুর অর্থ উপার্জন করেছেন। এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রেও সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম সফল একজন। তাঁর সম্পত্তির আনুমানিক পরিমাণ ৮৫ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড ভ্যালু এক বিন্দুও কমেনি। ফলে এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন থেকেও প্রচুর আয় করেছেন। যেমন পুমা, জেএসডব্লিউ, অজন্তা শু, মাই১১সার্কেল, টাটা টেটলি, আদানি গ্রুপ ফরচুন অয়েল এমন অনেক ব্র্যান্ডের সঙ্গেই ছিলেন/রয়েছেন সৌরভ। এ ছাড়া ধারাভাষ্য, টেলিভিশন শো, এডুকেশন অ্যাপেরও এনডোর্সমেন্ট তো রয়েছেই।
এ তো গেল আয়ের কথা। এ বার আসা যাক তাঁর অন্যান্য সম্পত্তির দিকে। বেহালায় তাঁর যে বাড়ি রয়েছে তাঁর আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি। লন্ডনেও বাড়ি রয়েছে সৌরভের। জন্মদিন, বিশেষ অনুষ্ঠান এবং ছুটি কাটাতে বেশির ভাগ সময় লন্ডনের বাড়িতেই যান। এ বারের জন্মদিনও লন্ডনেই কাটছে সৌরভের। তাঁর গাড়ির সম্ভারেও বৈচিত্র। অডি, বিমএমডব্লিউ, মার্সিডিজের মতো দামি গাড়ি রয়েছে। মহারাজের কলকাতার বাড়ি অনেক ক্রিকেটার, ক্রিকেট প্রেমী, সেলিব্রিটিদের কাছে দর্শনীয় স্থানও।