Sourav Ganguly: সরস্বতী পুজোর স্মৃতিতে ডুব সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ‘…ভ্যালেন্টাইন্স ডে ছিল না’

Saraswati Puja 2025: এ বছর সরস্বতী পুজো দুই দিন পড়েছে। আজ, ২ ফেব্রুয়ারি একাধিক জায়গায় বাগদেবীর আরাধনা হচ্ছে। এর পাশাপাশি তিনি আগামিকাল অর্থাৎ ৩ ফেব্রুয়ারিও বেশ কিছু জায়গায় বাগদেবীর আরাধনা হবে।

Sourav Ganguly: সরস্বতী পুজোর স্মৃতিতে ডুব সৌরভ গঙ্গোপাধ্যায়ের, ...ভ্যালেন্টাইন্স ডে ছিল না
Image Credit source: OWN PHOTOGRAPH

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 02, 2025 | 4:58 PM

কলকাতা: সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন খোশমেজাজে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। মেয়ে সানাকে নিয়ে স্ত্রী ডোনার নাচের স্কুলের পুজোয় হাজির হয়েছিলেন মহারাজ। ২০০১ সালে দীক্ষা মঞ্জুরি নাচের স্কুল শুরু করেন মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তার আগে বাড়িতে সরস্বতী পুজো হত। নাচের স্কুল শুরু হওয়ার পর থেকে তা নাচের স্কুলের পুজো হিসেবেই গণ্য করা হয়। আজ, রবিবার সকালে স্ত্রী ডোনা এবং মেয়ে সানার সঙ্গে সৌরভ সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছেন।

বাগদেবীর আরাধনার দিন মহারাজের পরনে ছিল হলুদ রংয়ের পাঞ্জাবি। আর ডোনা পরেছিলেন এক সাদা রংয়ের শাড়ি। সৌরভকে নাচের স্কুলের পুজোর ফাঁকে প্রশ্ন করা হয়, সারাদিনের পরিকল্পনা নিয়ে। উত্তরে তিনি বলেন, ‘সানার সঙ্গে পুজো দেখতে এসেছি। ও বাইরে ছিল। এসেছে কাল। তাই ওর সঙ্গে এখানে পুজো দেখতে এসেছি। সরস্বতী পুজোর প্রোগাম আছে। ডোনার স্টুডেন্টরা তো এখানেই রয়েছে।’

সরস্বতী পুজো মানেই খিচুড়ি মাস্ট। এমন দিনে দাদা কী খাবেন? এই প্রশ্ন তাঁর সামনে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘কী কী আয়োজন হচ্ছে আমি তা দেখিনি। (হাসতে হাসতে বলেন) আমার সরস্বতী পুজোর বয়স চলে গিয়েছে। তবে আমি আজ খিচুড়ি খাব। কুলও খাব। আমি আসলে সবকিছু খাবার তো খাই না।’

অনেকেই বলেন বাঙালির কাছে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে। সৌরভেরও কি এমন দিনে ছেলেবেলার কথা মনে পড়ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার ছোটবেলায় সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে ছিল না। রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি।’ সরস্বতী পূজার দিন তরুণদের কি কোনও বার্তা দিতে চান মহারাজ? এই প্রশ্নের উত্তরে তিনি হাসতে হাসতে বলেন,’তরুণ প্রজন্মকে কিছু বলতে হয় না। তাঁরা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেয়।’