Sourav Ganguly-Buddhadeb Bhattacharya: এনআরএস চত্বরে জনজোয়ার, বুদ্ধবাবুকে শেষ দেখা হল না সৌরভের!

Indian Cricket-Sourav Ganguly: গতকাল সকালে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শোকের ছায়া রাজ্য জুড়ে। গতকালই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখতে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ভিড় জমে। অসংখ্য মানুষ আসেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের জন্য দেখতে।

Sourav Ganguly-Buddhadeb Bhattacharya: এনআরএস চত্বরে জনজোয়ার, বুদ্ধবাবুকে শেষ দেখা হল না সৌরভের!
Image Credit source: OWN Arrangement

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 09, 2024 | 6:43 PM

কলকাতা: তাঁর গুণমুগ্ধ ভক্ত ছিলেন তিনি। শুধু কি ভক্ত, যখনই সময় পেয়েছেন, মেতেছেন ক্রিকেট আলোচনায়। ভারতীয় টিম থেকে যখন বাদ পড়েছিলেন, বাংলায় জোরালো প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই প্রতিবাদের মুখ ছিলেন তিনিও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার। সারা রাজ্যের মানুষ ডুবে বুদ্ধ স্মরণে। ব্যতিক্রম নন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। যে বুদ্ধবাবুর সঙ্গে ক্রিকেট আড্ডা দিয়েছেন চুটিয়ে, তাঁকে শেষ দেখার ইচ্ছে ছিল মহারাজের। গিয়েওছিলেন। কিন্তু দেখা হল না!

গতকাল সকালে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শোকের ছায়া রাজ্য জুড়ে। গতকালই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখতে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ভিড় জমে। অসংখ্য মানুষ আসেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের জন্য দেখতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে যান। তাঁর পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। আজও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে অগনিত মানুষের ভিড় হয়। আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য মানুষ। কথায়, আলোচনায় বারবার ফিরে এসেছে বুদ্ধবাবুর ক্রিকেট প্রেম। আর তত বার ফিরেছে সৌরভ প্রসঙ্গ।

বুদ্ধদেব ভট্টাচার্যর শেষযাত্রায় শহর জুড়ে অসংখ্য মানুষ হেঁটে চলেছেন। দেহদান করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এনআরএস হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ হস্তান্তর হয়। গতকাল ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুদ্ধবাবুর সঙ্গে মহারাজের সম্পর্কও ছিল বেশ মধুর। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যাওয়ায় ভারাক্রান্ত মহারাজও।

আজই কলকাতায় ফেরেন সৌরভ। শহরে পা রেখেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বারের জন্য দেখতে ছুটে যান মহারাজ। কিন্তু শেষ দেখা দেখতে পারলেন না। বুদ্ধবাবুকে শেষ দেখা না দেখেই ফিরে যান সৌরভ। এনআরএস হাসপাতাল চত্বরে জনস্রোত। সৌরভের ঘনিষ্ঠ সূত্রের খবর, হাসপাতালের কাছাকাছি পৌঁছেও গাড়ি থেকে নামতে পারেনি মহারাজ। প্রচন্ড ভিড় সামলাতে কার্যত হিমসিম খেতে হয় কলকাতা পুলিশকে। ফলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ বারের জন্য না দেখেই সেখান থেকে ফিরে যান সৌরভ।