ডব্লুভি রমনকে সরানোয় বেজায় চটেছেন সৌরভ

উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত যে সৌরভের (Sourav Ganguly) মোটেই পছন্দ হয়নি তা পরিষ্কার তাঁর মন্তব্যে। এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন খোদ বোর্ড প্রেসিডেন্ট।

ডব্লুভি রমনকে সরানোয় বেজায় চটেছেন সৌরভ
ডব্লুভি রমনকে সরানোয় বেজায় চটেছেন সৌরভ
Follow Us:
| Updated on: May 22, 2021 | 1:18 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেটমহল এখন চর্চিত ডব্লুভি রমন বনাম রমেশ পাওয়ার (Ramesh Powar) ইস্যুতে। ডব্লুভি রমনকে (WV Raman) সরিয়ে ‘বিতর্কিত’ রমেশ পাওয়ারকে মহিলা ক্রিকেট দলের কোচ বেছেছে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি। মদন লালের (Madan Lal) নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। এ বার ক্ষোভ উগড়ে দিলেন স্বয়ং বোর্ড (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত যে সৌরভের (Sourav Ganguly) মোটেই পছন্দ হয়নি তা পরিষ্কার তাঁর মন্তব্যে। এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন খোদ বোর্ড প্রেসিডেন্ট। রমনকে সরিয়ে পাওয়ারকে দায়িত্ব দেওয়ায় রীতিমতো অবাকও হয়েছেন সৌরভ। ডব্লুভি রমনের কোচিংয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। ২০১৮ সালে মিতালি রাজদের দায়িত্বে এসেছিলেন ডব্লুভি রমন। ২০২০ সালের মার্চ পর্যন্ত তাঁর কোচিংয়ে ৫টি একদিনের ম্যাচের সিরিজ খেলে ভারত। তাতে ৫টিতেই জেতেন মিতালিরা। এ বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে একমাত্র হারতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজেও দারুণ পারফর্ম করেন হরমনপ্রীতরা। রমনের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ওঠে ভারতীয় মহিলা দল।

বোর্ড প্রেসিডেন্টের এই অসন্তুষ্টির কারণ বুঝিয়ে দিচ্ছে উপদেষ্টা কমিটির ওপর বেজায় চটেছেন মহারাজ। বোর্ডের অন্দরেও কী তাহলে ফাটল ধরতে শুরু করল? সেই প্রশ্নও ঘোরাফেরা করছে। ইংল্যান্ড সফরেই ভারতীয় মহিলা দলের সঙ্গে যাবেন রমেশ পাওয়ার।

আরও পড়ুন: ছেলের ভিসা এখনও পাননি সানিয়া