দুবাই: বিরাট কোহলির (Virat Kohli) ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ( T20 World Cup) জেতার অন্যতম দাবিদার, মনে করছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। যে ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে।
সৌরভ বলেছেন, ‘কোনও টুর্নামেন্ট খেলতে নেমে কেউই সহজে চ্যাম্পিয়ন হতে পারে না। সেটা বাস্তবায়িত করতে হলে কিছু বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সঙ্গে পরিণত বোধ দেখাতে হয় একটা টিমকে। ভারতীয় টিমে প্রতিভার অভাব নেই। রান করা বা উইকেট নেওয়ার মতো ক্ষমতা আছে ক্রিকেটারদের। বিশ্বকাপ জেতার জন্য মানসিক ভাবে ভালো জায়গায় থাকতে হবে।’
নিজের অভিজ্ঞতা থেকে সৌরভ জানেন, চাইলেই কোনও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া যায় না। প্রতিটা ম্যাচ জিততে জিততে একটা টিম খেতাব পায়। বোর্ড প্রেসিডেন্ট সৌরভের যুক্তি, ‘কোনও টিম যখন ফাইনাল জেতে, তখনই সে চ্যাম্পিয়ন হয়। তার আগে কিন্তু কোনও টিমকে অনেকখানি ক্রিকেট খেলতে হয়। আমার মনে হয়, খেতাব নিয়ে না ভেবে ভারতের উচিত প্রতিটা ম্যাচের উপর ফোকাস করা।’
একই সঙ্গে সৌরভের আশাবাদ, ‘ভারতীয় টিম কিন্তু বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। কিন্তু বিশ্বকাপ জেতার জন্য এসেছি, এই ভাবনা থেকে দূরে থাকতে হবে। ম্যাচ জিততে জিততে এমনিতেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। প্রতিটা বল নিয়ে ভাবতে হবে। এইরকম অসংখ্য বল খেলতে খেলতেই সাফল্য আসবে।’
আমিরশাহিতে আইপিএলের অধিকাংশ ম্যাচই কিন্তু লো স্কোরিং হয়েছে। সেই ট্রেন্ড যদি ধরা হয়, তা হলে কি বিশ্বকাপের ম্যাচেও কম রান উঠবে? সৌরভ বলছেন, ‘না আমার তা মনে হয় না। শারজাতে এমনটা হতে পারে। এখনকার পিচ মন্থর। দুবাইয়ে কিন্তু তা হবে না। আইপিএল ফাইনালই সেটা প্রমাণ করে দিয়েছে। আবার আবু ধাবির উইকেটে প্রচুর রান থাকে।’
ক্রিকেট এখন আগের থেকেও অনেক বেশি ভক্তবেষ্টিত। যত দিন যাচ্ছে ফ্যানদের সংখ্যা বেড়েই যাচ্ছে। যা অত্যন্ত পজিটিভ বলে মনে করছেন ৪৯ বছরের প্রাক্তন ক্রিকেটারের।
আরও পড়ুন: Faf du Plessis: সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিলিটেও চলছে দু প্লেসি নাটক
আরও পড়ুন: IPL: ২০২২ আইপিএল ভারতেই দেখছেন সৌরভ