
কলকাতা: বাংলা বাঙালি ইস্যুতে বিতর্ক এড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে প্রশ্ন উঠলেও রাজনৈতিক বিষয়ে আর কোনও মুখ খুলতে চাইলেন না তিনি। এমনকি লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কট ইস্যুতেও মুখ খুললেন না সৌরভ। ইংল্যান্ড সফরে গৌতম গম্ভীরের সঙ্গে পিচ কিউরেটরের সংঘাত ইস্যুতে অবশ্য গম্ভীরের পাশেই দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ওভাল টেস্টে ভারতের কামব্যাকের ব্যাপারে আশাবাদী সৌরভ।
ওভাল টেস্ট শুরুর আগে গৌতম গম্ভীরের সঙ্গে চিফ কিউরেটরের সংঘাত প্রকাশ্যে আসে। সেই প্রসঙ্গে সৌরভ বললেন, ‘গম্ভীর কেন অসন্তুষ্ট হল জানিনা। এরকম আচরণ আমরা ওখানে পেয়ে অভ্যস্ত।’ এরই সঙ্গে সৌরভ আশাবাদী ওভাল টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা শোনা গেল সৌরভের গলায়। তিনি বলেন, ‘২০০১-০২ কিংবা ২০০৭ সালে আমরা যখন ইংল্যান্ড সফরে গেছিলাম তখন প্রথম ৬-৭ জন ব্যাটার ধারাবাহিক রান করত। এই দলেও ব্যাটিং গভীরতা রয়েছে। এটাই দলের শক্তি।’
শহরের এক অনুষ্ঠানে এসে সৌরভ আবার বললেন, ‘আমি গুগলি খেলেছি, দিয়েছি আবার খেয়েছিও।’ হঠাৎ কেন এই কথা বললেন তিনি? সৌরভের ব্যাখ্যা, ‘ক্রিকেট জীবনে শেন ওয়ার্ন, মুস্তাক আহমেদদের গুগলি খেলেছি। আবার দাদাগিরির সঞ্চালনা করার সময় গুগলি দিয়েছি।’ এরই সঙ্গে অনুষ্ঠানে এসে এক বিস্কুট প্রস্তুতকারক সংস্থার বিস্কুট হাতে নিয়ে বললেন, ‘গুগলি খেয়েছিও।’