
কলকাতা: জ্বলছে নিজের দেশ। পরিস্থিতি সামলাতে কার্যত ব্যর্থ ইউনূস প্রশাসন। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের খুনের ঘটনা ঘটছে। অথচ সেই বাংলাদেশ ভারতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে টি২০ বিশ্বকাপে তাদের ম্যাচগুলি সরানোর দাবিতে ফের চিঠি দিল আইসিসি-কে। তবে, এবারও বাংলাদেশের আবেদনকে পাত্তা দিল না আইসিসি। সূত্রের খবর, বাংলাদেশকে সাফ জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। বিসিবির দ্বিতীয় আবেদনেও একই অবস্থান নিল আইসিসি।
সূত্রের খবর, নিরাপত্তা নিয়ে ভারতে বিরাট কোনও সমস্যা নেই। বাংলাদেশের সিকিউরিটি টিমকে নিজেদের পর্যবেক্ষণ এমনটাই জানিয়েছে আইসিসি। এখানেই শেষ নয়, আইসিসি এও বলেছে, ভারতের নির্দিষ্ট কোনও ভেনু নিয়ে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত একান্ত কোনও সমস্যা থাকলে, সেক্ষেত্রে পরবর্তীতে ভারতেরই বিকল্প ভেনুতে বাংলাদেশের ম্যাচ করার কথা ভাবতে পারে আইসিসি। তবে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে তাদের।
জানা যাচ্ছে, বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে বাংলাদেশের জন্য আরও দু’টি বিকল্প ভেনুকে ইতিমধ্যেই ভেবে রেখেছে আইসিসি। অন্যদিকে আইসিসির চিঠির উত্তর নিয়ে মিথ্যাচার করছে বাংলাদেশ। যা নিয়ে বেশ বিরক্ত আইসিসি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি২০ বিশ্বকাপ শুরু। গ্রুপ স্টেজে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তিনটি ম্যাচ আছে কলকাতায় আর একটি মুম্বইয়ে। তবে নিরাপত্তার দোহাই দিয়ে ভারত থেকে ম্যাচ সরানোর জন্য আইসিসি-কে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে, তাদের দাবি খারিজ করে দেয় ক্রিকেট নিয়ামক সংস্থা। জানা গিয়েছিল, আইসিসি তাদের দাবি খারিজ করার পর বিসিবি ফের বাংলাদেশে ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকের পর ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে এবারও লাভের লাভ কিছুই হল না।