IND vs SA: উইকেটে থিতু বাভুমা-স্টাবস জুটি, পার্টনারশিপ ভাঙার অঙ্ক কষছেন বুমরারা

India vs South Africa: ইডেন টেস্টের মতো টস জিতে এই ম্যাচেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ওপেনিং জুটি ঠিকঠাকই এগোচ্ছিল। আর শুরু থেকেই উইকেটের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় বোলাররা। লাঞ্চ বিরতি অবধি ভারত ২টি উইকেট তুলতে পেরেছে।

IND vs SA: উইকেটে থিতু বাভুমা-স্টাবস জুটি, পার্টনারশিপ ভাঙার অঙ্ক কষছেন বুমরারা
উইকেটে থিতু বাভুমা-স্টাবস জুটি, পার্টনারশিপ ভাঙার অঙ্ক কষছেন বুমরারাImage Credit source: PTI

Nov 22, 2025 | 1:46 PM

কলকাতা: বর্ষাপাড়ায় উইকেটের দেখা মিলবে কখন? ভারতীয় শিবিরে এই নিয়েই কথা হচ্ছে। গুয়াহাটিতে আজ, শনিবার মুখোমুখি ঋষভ পন্থের ভারত (India) আর তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa)। সেখানে রানের বর্ষণ হবে নাকি উইকেটের? এই নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম বার কোনও টেস্ট ম্যাচ হচ্ছে। আপাতত ম্যাচের যা অবস্থা, তাতে প্রোটিয়াদের পক্ষেই রয়েছে ম্যাচ।

ইডেন টেস্টের মতো টস জিতে এই ম্যাচেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ওপেনিং জুটি ঠিকঠাকই এগোচ্ছিল। আর শুরু থেকেই উইকেটের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় বোলাররা। দেখতে দেখতে শতরানের পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন এইডেন মার্করাম ও রায়ান রিকলটন। অবশেষে ভারতের ঝুলিতে প্রথম উইকেট এনে দেন জসপ্রীত বুমরা, মার্করাম ও রিকলটনের পার্টনারশিপ ভেঙে। ৩৮ রান করে মাঠ ছাড়েন মার্করাম। বুমরা বোল্ড আউট করেন তাঁকে। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি রায়ানেরও। তাঁর উইকেট তুলে নেন কুলদীপ। ৩৫ রান করেন তিনি।

এরপর তৃতীয় উইকেটে জমাট জুটি বাঁধেন তেম্বা বাভুমা ও ত্রিস্টান স্টাবস। ১৬৭ বলে এই জুটি লাঞ্চ বিরতি অবধি তুলেছে ৭৪ রান। লাঞ্চ বিরতি অবধি প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ১৫৬। স্টাবস রয়েছেন ৩২* রানে আর বাভুমা ৩৬ নট আউট। ইতিমধ্যেই ভারতীয় বোলাররা ১৫ রান অতিরিক্ত দিয়েছেন। ৬ বোলার এখনও অবধি ৫৫ ওভার বল করলেও বুমরা ও কুলদীপ ছাড়া আর কেউ উইকেটের স্বাদ ভারতকে দিতে পারেনি। এই ম্যাচের প্রথম দিনের খেলা চলার কথা বিকেল ৪টে অবধি। লাঞ্চ বিরতির পর ভারতীয় বোলাররা পারফরম্যান্সে বারুদ জ্বালাতে পারে কি না সেটাই এখন দেখার।