IND vs SA: কুলদীপের শিকার ৩, বর্ষাপাড়ায় প্রথম দিন কতটা এগোল প্রোটিয়ারা?

India vs South Africa: শুরুটা ভাল হয়নি। কিন্তু প্রথম দিনের শেষে যদি প্রোটিয়াদের স্কোরকার্ড দেখা হয়, তা হলে নজরে পড়বে ভারতীয় বোলাররা ম্যাচে রাখলেন দলকে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্বামী নট আউট ২৫ রানে। আর কাইল ভারানে ১ রানে অপরাজিত।

IND vs SA: কুলদীপের শিকার ৩, বর্ষাপাড়ায় প্রথম দিন কতটা এগোল প্রোটিয়ারা?
কুলদীপের শিকার ৩, বর্ষাপাড়ায় প্রথম দিন কতটা এগোল প্রোটিয়ারা?Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 22, 2025 | 4:38 PM

কলকাতা: গুয়াহাটির প্রথম টেস্টের রেজাল্ট কেমন হতে চলেছে? ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ হতেই এই নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শুরুর দুটো সেশনে ভারতীয় বোলাররা মাত্র ১টি করে উইকেট পেয়েছিলেন। তৃতীয় সেশনে কুলদীপ-সিরাজরা ৪টে উইকেট নিয়ে ভারতকে ম্যাচে রাখলেন। এখনও অবধি সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন কুলদীপ। খরচ করেছেন ৪৮ রান। আর ১টি করে উইকেট জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার কোনও দলের টপ অর্ডারের ৪ ক্রিকেটার ৩৫ বা তার বেশি রান করেছেন, কিন্তু তাঁদের একজনও ৫০ বা তার বেশি রানে পৌঁছতে পারেননি। দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকলটন করেন যথাক্রমে ৩৮ ও ৩৫। এরপর টপ অর্ডারে ত্রিস্টান স্টাবস ও ক্যাপ্টেন তেম্বা বাভুমার ব্যাটে আসে যথাক্রমে ৪৯ ও ৪১ রান। মাত্র ১ ও ৯ রানের জন্য হাফসেঞ্চুরি মিস স্টাবস ও বাভুমার। এরপর টনি ডি জর্জি দলকে খানিকটা এগিয়ে দেন। ৫৯ বলে তাঁর ২৮ রানের ক্যামিও ইনিংস দলকে ২৪৭ রানে পৌঁছে দেয়। এ ছাড়া উইয়ান মুল্ডার করেন ১৩ রান।

ভারতীয় বোলারদের শুরুটা ভাল হয়নি। কিন্তু প্রথম দিনের শেষে যদি প্রোটিয়াদের স্কোরকার্ড দেখা হয়, তা হলে নজরে পড়বে কুলদীপ যাদব, মহম্মদ সিরাজরা ম্যাচে রাখলেন দলকে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্বামী নট আউট ২৫ রানে। আর কাইল ভারানে ১ রানে অপরাজিত। দিনের শেষে প্রোটিয়ারা রয়েছেন ৬ উইকেটে ২৪৭ রানে।