ICC World Cup 2023: ক্রিকেটের নন্দনকাননে যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ম্যাক্সওয়েল-রাবাডারা
South Africa vs Australia, ICC ODI World Cup 2023: ভারতে চলতি ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ ইডেনে। মুখোমুখি তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা এবং প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্বে ৯টি ম্যাচের ৭টিতে জিতেছিল প্রোটিয়ারা। আর অজিদের জয়ও ৭টিতে। এ বার দেখার চলতি বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট হয় কোন টিম।
কলকাতা: বিশ্বকাপের (ICC World Cup 2023) দ্বিতীয় সেমিফাইনালে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (South Africa vs Australia)। নিম্নচাপের জেরে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এই ম্যাচে। চার বার সেমিফাইনালে উঠলেও সেই বাধা পেরোতে পারেনি প্রোটিয়ারা। তাদের কাছে চোকার্স বদনাম ঘোচানোর ম্যাচ আজ। অন্য দিকে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চাইবে বাভুমাদের হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির লক্ষ্যে এগিয়ে যাওয়া। ক্রিকেটের নন্দনকাননে আজ দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে সকল মাইলস্টোন গড়তে পারেন —
১. গ্লেন ম্যাক্সওয়েল – ওডিআই বিশ্বকাপে ১০০০ রানের রেকর্ড গড়ার সামনে রয়েছেন অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার জন্য ম্যাক্সির আর চাই ১০২ রান। একইসঙ্গে ওডিআইতে ৪ হাজার রান পূর্ণ করার জন্য ম্যাক্সওয়েলের চাই ১০৮ রান।
২. ডেভিড ওয়ার্নার -আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৩০০টি ছক্কার রেকর্ড গড়া থেকে ৪টি ছয় দূরে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
৩. মার্কাস স্টইনিস – ৫০ ওভারের ফর্ম্যাটে ৫০টি উইকেটের মাইলফলকে পৌঁছতে হলে অজি তারকা মার্কাস স্টইনিসকে নিতে হবে আর ২টি উইকেট। ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ড গড়ার জন্য স্টইনিসের চাই আর ১টি ছয়।
৪. ট্রাভিস হেড – অজি ওপেনার ট্রাভিস হেডের ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ডের জন্য চাই আর ৩টি ছয়।
৫. ডেভিড মিলার – প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেভিড মিলারের ওডিআইতে ১ হাজার রানের রেকর্ড পূর্ণ করার জন্য চাই আর ৬৮ রান।
৬. লুনগি এনগিডি – প্রোটিয়া তারকা বোলার লুনগি এনগিডির আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের রেকর্ড গড়ার জন্য চাই আর ১টি উইকেট।
৭. কাগিসো রাবাডা – আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য কাগিসো রাবাডার চাই আর ৬টি উইকেট।
৮. এইডেন মার্কব়্যাম – প্রোটিয়া সুপারস্টার এইডেন মার্কব়্যামের ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ড স্পর্শ করার জন্য চাই আর ১টি ছয়।