South Africa Women’s Cricket Team: প্রথমবার বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা, একঝলকে দেখুন দক্ষিণ আফ্রিকার রোড টু ফাইনাল

ICC Women's World Cup 2025 final: রবিবার মেয়েদের বিশ্বকাপের ফাইনাল। দেখতে দেখতে মেয়েদের ওডিআই বিশ্বকাপের মঞ্চে অষ্টম বার খেলছে দক্ষিণ আফ্রিকা। শুরুটা হয়েছিল সেই ১৯৯৭ সালে। এই প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

South Africa Womens Cricket Team: প্রথমবার বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা, একঝলকে দেখুন দক্ষিণ আফ্রিকার রোড টু ফাইনাল
প্রথমবার বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা, একঝলকে দেখুন দক্ষিণ আফ্রিকার রোড টু ফাইনালImage Credit source: PTI

Oct 31, 2025 | 4:43 PM

প্রোটিয়ারা কী পারে, তা কথায় নয়, এ বারের বিশ্বকাপে কাজে দেখিয়েছে। আর তাতেই মিলেছে বিশ্বকাপ ফাইনালের (ICC Women’s World Cup) টিকিট। দেখতে দেখতে মেয়েদের ওডিআই বিশ্বকাপের মঞ্চে অষ্টম বার খেলছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। শুরুটা হয়েছিল সেই ১৯৯৭ সালে। এই প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যান বলছে, আইসিসি ওডিআই বিশ্বকাপে ৫৪টি ম্যাচ খেলেছে প্রোটিয়ারা। তাতে ২৬টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা, আর হেরেছেও ২৬টি ম্যাচ। ২ ম্যাচ অমীমাংসিত। জয়ের হার ৫০.০০%। এই রবিবার, ২ নভেম্বর এ বারের আইসিসি ওডিআই মহিলাদের বিশ্বকাপের ফাইনাল। সেখানে ট্রফি জয়ের লড়াইয়ে ভারতের (Indian Women’s Cricket Team) বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। তার আগে জেনে নিন লরা উলভার্টের দল কীভাবে ফাইনালের টিকিট পেল।

কোন পথে আইসিসি মেয়েদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট টিম?

  1. ৩ অক্টোবর বিশ্বকাপ সফর শুরু করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড সেই ম্যাচে প্রোটিয়াদের ১০ উইকেটে হারিয়েছিল।
  2. এরপর নিউজিল্যান্ডকে ৬ অক্টোবরের ম্যাচে ৬ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা।
  3. গ্রুপ পর্বে এরপর ৯ অক্টোবর হরমনপ্রীত কৌরের ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে জেতেন লরা উলভার্টরা।
  4. ১৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ম্যাচটি জিতে নেয়।
  5. এরপর ১৭ অক্টোবর শ্রীলঙ্কাকে ডিএলএস মেথডে ১০ উইকেটে হারায় প্রোটিয়ারা।
  6. ২২ অক্টোবরের ম্যাচে এরপর ফের পাকিস্তানের বিরুদ্ধে ডিএলএস পদ্ধতিতে ১৫০ রানের বড় ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা।
  7. ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার কাছে যদিও আটকে গিয়েছিল প্রোটিয়ারা। সেই ম্যাচে ৭ উইকেটে জেতে অজিরা।
  8. এরপর সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় লরা উলভার্টের দল। প্রোটিয়ারা সেমিতে ১২৫ রানের বড় ব্যবধানে জিতেছে। ওই ম্যাচে ক্যাপ্টেন লরা ১৪৩ বলে ১৬৯ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন।