Indian Women’s Cricket Team: তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে ভারত, কোনপথে ট্রফির শেষ লড়াইয়ে স্মৃতিরা?
ICC Women's Cricket World Cup 2025: রবিবার ২ নভেম্বর এ বারের আইসিসি ওডিআই মহিলাদের বিশ্বকাপের ফাইনাল। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তার আগে জেনে নিন হরমনপ্রীত কৌরের দল কীভাবে ফাইনালের টিকিট পেল।

দেখতে দেখতে মেয়েদের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ১১তম বার খেলছে টিম ইন্ডিয়া। শুরুটা হয়েছিল সেই ১৯৭৮ সাল থেকে। এর আগে দুই বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া (Team India)। একবার ২০০৫ সালে, তারপর ২০১৭ সালে। দু’বারই স্বপ্নভঙ্গ হয় উইম্যান্স ইন ব্লুর। পরিসংখ্যান বলছে, আইসিসি ওডিআই বিশ্বকাপে (ICC Women’s World Cup) ৭৮টি ম্যাচ খেলেছে ভারত। ৪১টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া, হেরেছে ৩৪টি ম্যাচ। টাই ১টিতে আর ২ ম্যাচ অমীমাংসিত। জয়ের হার ৫৩.৯৪%। রবিবার ২ নভেম্বর এ বারের আইসিসি ওডিআই মহিলাদের বিশ্বকাপের ফাইনাল। সেখানে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। তার আগে জেনে নিন হরমনপ্রীত কৌরের দল কীভাবে ফাইনালের টিকিট পেল।
কোন পথে আইসিসি মেয়েদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট টিম?
- ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা মহিলা টিমের বিরুদ্ধে ডিএলএস পদ্ধতিতে ৫৯ রানে জিতে ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করে ভারতের মেয়েরা।
- ৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ রানের বড় ব্যবধানে জেতে হরমনপ্রীত কৌরের ভারত।
- জোড়া ম্যাচ জেতার পর ৯ অক্টোবর প্রোটিয়াদের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ৩ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা।
- প্রোটিয়া ম্যাচ হারার পর অস্ট্রেলিয়ার কাছেও আটকে যায় ভারত। ১২ অক্টোবর ৩ উইকেটে অজিরা সেই ম্যাচ জেতে।
- এরপর ১৯ অক্টোবর ইংল্যান্ডের কাছেও হারতে হয় স্মৃতি মান্ধানা-হরমনপ্রীত কৌরদের। এই ম্যাচে ইংল্যান্ড ৪ রানে জিতেছিল।
- ২৩ অক্টোবর কিউয়িদের বিরুদ্ধে ডিএলএস মেথডে ৫৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতেন হরমনপ্রীত কৌররা।
- ২৬ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। বৃষ্টির কারণে সেই ম্যাচ অমীমাংসিত থাকে।
- এরপর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে অনবদ্য জয় ছিনিয়ে নেন ভারতের মেয়েরা। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতে টিম ইন্ডিয়া। জেমাইমা রড্রিগস নট আউট ১২৭ রানের আশ্চর্য ইনিংস খেলেন। আর তাতেই তৃতীয় বার বিশ্বকাপ ট্রফির সামনে পৌঁছে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট টিম।
