Duleep Trophy 2023: ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন সাউথ জোন

South Zone vs West Zone: সাউথ জোনের বাসুকি কৌশিক, সাই কিশোরদের দাপটে ২২২ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট জোন। যার ফলে ১৩ বছর পর দলীপ ট্রফি এল সাউথ জোন শিবিরে।

Duleep Trophy 2023: ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন সাউথ জোন
Duleep Trophy 2023: ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন সাউথ জোন Image Credit source: BCCI Domestic
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 1:10 PM

বেঙ্গালুরু: একেই বলে মধুর প্রতিশোধ। গত বারের দলীপ ট্রফির (Duleep Trophy) ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট জোন (West Zone) আর সাউথ জোন (South Zone)। এ বারও এই দু’টি দলই ফাইনালে খেলল। গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট জোনকে হারাল হনুমা বিহারির সাউথ জোন। চতুর্থ দিনের শেষে ৫ উইকেটে ১৮২ রান তুলেছিল ওয়েস্ট জোন। শেষ দিনে জয়ের জন্য সাউথ জোনের প্রয়োজন ছিল ১১৬ রান। পঞ্চম দিনের শুরুতেই ওয়েস্ট জোনের অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চালকে ফেরান বিজয়কুমার। বড় ধাক্কা খায় ওয়েস্ট জোন। এরপর শেষ দিন ৪৪ রান তুলে বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট জোন। বাসুকি কৌশিক, সাই কিশোরদের দাপটে ২২২ রানে অল আউট হয়ে যায় প্রিয়াঙ্ক পাঞ্চালের দল। যার ফলে ১৩ বছর পর দলীপ ট্রফি জিতল সাউথ জোন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রথম ইনিংসে পৃথ্বী শ ছাড়া ওয়েস্ট জোনের মাত্র ৩ ক্রিকেটার ২ অঙ্কের রান করেন। ওয়েস্ট জোনের প্রথম ইনিংসে একাই ৭ উইকেট নেন কাভেরাপ্পা। চেতেশ্বর পূজারা, সূর্যকুমার যাদবদের ব্যাট চলেনি। তাই প্রথম ইনিংয়ে ১৪৬ রানে গুটিয়ে যায় প্রিয়াঙ্ক পাঞ্চালের দল।

দ্বিতীয় ইনিংসেও খুব একটা পূজারা-সূর্যর ব্যাট চলেনি। সরফরাজ খানের ৪৮ রান, প্রিয়াঙ্ক পাঞ্চালের ৯৫ রান ছাড়া সেই অর্থে ওয়েস্ট জোনের ক্রিকেটারদের ব্যাট চলেনি। সাউথ জোনের বাসুকি কৌশিক, সাই কিশোররা ৪টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া কাভেরাপ্পা দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নেন। আর একটি উইকেট নেন বিজয়কুমার বিশাখ। সাউথ জোনের বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসে ২২২ রানে থামে প্রিয়াঙ্কের দল। ফলে ৭৫ রানের ব্যবধানে এ বারের দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল সাউথ জোন। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া কাভেরাপ্পা। এবং ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

গত বছরের দলীপ ট্রফিতে ২৯৪ রানের বিরাট ব্যবধানে সাউথ জোনকে হারিয়েছিল অজিঙ্ক রাহানের ওয়েস্ট জোন। এ বার তাই সাউথ জোনের কাছে এই জয় ভীষণ স্পেশাল। এর আগে ২০১০ সালে নর্থ জোনকে হারিয়ে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ জোন। এই নিয়ে ১৪ বার দলীপ চ্যাম্পিয়ন হল সাউথ জোন।