সৌরভের জন্য বিশেষ লাউঞ্জ উডল্যান্ডসে

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Jan 04, 2021 | 4:44 PM

মহারাজের জন্য আলাদা লাউঞ্জই খুলে ফেলল উডল্যান্ডস হাসপাতাল।

সৌরভের জন্য বিশেষ লাউঞ্জ উডল্যান্ডসে
সৌরভের জন্য বিশেষ লাউঞ্জ উডল্যান্ডে। (নিজস্ব চিত্র)

Follow Us

ভক্তদের অবিরাম ভিড় যেন লেগেই রয়েছে। শুভানুধ্যায়ীরা দফায় দফায় আসছেন খোঁজ নিতে। কেউ কেউ বসেও থাকছেন ঠায়। যতক্ষণ না মেলে ‘ভালো খবর’। কলকাতা তো বটেই, এই রাজ্যের নানা প্রান্ত থেকে, দেশের বিভিন্ন কোণ থেকে এই ক’দিনে এসেছেন অনেকেই। রয়েছেন পরিবারের মানুষজনও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্য তাই আলাদা লাউঞ্জই খুলে ফেলল উডল্যান্ডস হাসপাতাল (Woodland Hospital)।

আলিপুরের বেসরকারি হাসপাতালে একতলায় এতদিন ইকোকার্ডিওর জন্য বরাদ্দ ছিল একটি ঘর। সেটাই আপাতত ‘সৌরভ গঙ্গোপাধ্যায় লাউঞ্জ’। ওই ঘরের দরজার লেখা রয়েছে তা-ই। মন্ত্রী থেকে আমলা, প্রশাসক থেকে ক্রিকেটারদের জন্য ওটাই আপাতত ওয়েটিংরুম। শুধু তাই নয়, যাঁরা আসছেন সৌরভের জন্য, তাঁদের দেখভালেও কোনও খামতি রাখছে না হাসপাতাল কর্তৃপক্ষ। চা-জল দেওয়ার জন্য আলাদা লোকও রাখা রয়েছে। যিনি খোঁজ নিয়ে যাচ্ছেন সৌরভের পরিবার বা দর্শনার্থীদের সুবিধা-অসুবিধা।

অসুস্থতার কারণে অনেক সময় অনেক ভিআইপিই ভর্তি হন সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে। তাঁদের পরিবারের লোকজনের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু অগণিত দর্শনার্থীদের জন্য একটা আলাদা লাউঞ্জ তৈরি করা, খুব একটা নজরে পড়ে না। সৌরভ ব্যতিক্রম। প্রাক্তন ভারত অধিনায়কের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছিল। সারা দেশ জুড়ে ভক্তরা প্রকাশ করেছিলেন তাঁদের উৎকন্ঠাও। তাঁদের অনেকেই যে কারণে একঝলক দেখার জন্য ছুটেও আসছেন আলিপুরের হাসপাতালে।

আরও পড়ুন:মেসির মাইলস্টোন ম্যাচে জয় বার্সেলোনার

উডল্যান্ডসের ৫১৬ নম্বর রুমে রয়েছেন সৌরভ। সেখানে অবশ্য বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সোমবার সকালেও উডল্যান্ডস ঘুরে গিয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। এসেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। অরুণ ধুমাল, যিনি আবার অনুরাগ ঠাকুরের ভাই, এখন বোর্ডের কোষাধ্যক্ষ, তাঁকে আটকে দেওয়া হয়। জয় শাহ হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে তাঁর ঢোকার ব্যবস্থা করেন।

সৌরভের ঘরে বেশ কিছুক্ষণ কাটিয়ে আসার পর অনুরাগ বললেন, ‘সৌরভ আমার অনেক দিনের বন্ধু। ও লড়াকু ক্রিকেটার ছিল। আমি নিশ্চিত, ও দারুণ ভাবে ফিরে আসবে।’ এ দিকে সৌরভের সঙ্গে দেখা হতেই জয় শাহ রসিকতা করে বলেছেন, ‘দাদা, ক্যায়া খেল দিখায়া।’ চিকিৎসার জন্য সৌরভকে দিল্লি যাওয়ার প্রস্তাব দিয়েছেন জয় শাহ। একই সঙ্গে উডল্যান্ড কর্তৃপক্ষকে বিসিসিআই সচিব ডাক্তার আরও বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। যাতে তাঁর চিকিৎসাজনিত কোনও সমস্যা না হয়।’ সৌরভের অসুস্থতা নিয়ে উৎকন্ঠার মধ্যেই আজ আবার কলকাতা থেকেই ভিডিও কনফারেন্স আইপিএল কাউন্সিলের সভা করছেন জয়, অরুণরা।

শারীরিক ভাবে এখন অনেকটাই সুস্থ সৌরভ। তবে চব্বিশ ঘণ্টা ডাক্তার পর্যবেক্ষণে রয়েছেন। কাল তাঁকে ছেড়েও দেওয়া হতে পারে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ডাঃ দেবী শেঠি।

Next Article