মেসির মাইলস্টোন ম্যাচে জয় বার্সেলোনার

লা লিগায় (La Liga) ৫০০ ম্যাচ খেলার নজির গড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। রবিবার লা লিগার ম্যাচে হুয়েস্কার বিরুদ্ধে ১-০ গোলে জিতল বার্সেলোনা (Barcelona)। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে বার্সেলোনা।

| Edited By: | Updated on: Jan 04, 2021 | 2:22 PM
লা লিগায় লিওনেল মেসির ৫০০তম ম্যাচ।

লা লিগায় লিওনেল মেসির ৫০০তম ম্যাচ।

1 / 5
বার্সেলোনার জার্সিতে ৭৫০তম ম্যাচও খেলে ফেললেন মেসি।

বার্সেলোনার জার্সিতে ৭৫০তম ম্যাচও খেলে ফেললেন মেসি।

2 / 5
বার্সার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় দুইয়ে মেসি। জাভির রেকর্ড থেকে ১৭ ম্যাচ পেছনে এলএমটেন।

বার্সার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় দুইয়ে মেসি। জাভির রেকর্ড থেকে ১৭ ম্যাচ পেছনে এলএমটেন।

3 / 5
লা লিগার প্রথম নন-স্প্যানিশ ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

লা লিগার প্রথম নন-স্প্যানিশ ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

4 / 5
রেকর্ডের দিনে গোল না পেলেও ফ্র্যাঙ্কি ডি জংকে দিয়ে গোল করালেন আর্জেন্টাইন তারকা।

রেকর্ডের দিনে গোল না পেলেও ফ্র্যাঙ্কি ডি জংকে দিয়ে গোল করালেন আর্জেন্টাইন তারকা।

5 / 5
Follow Us: