India vs West Indies: ব্যর্থ হলেও শুধুমাত্র বিরাটের জন্য গলা ফাটাল আড়াই হাজারের ইডেন
আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে শতরানের সূচনা হয়েছিল ইডেনেই। তারপর আর থামতে হয়নি তাঁকে। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ৭০টা সেঞ্চুরি করে ফেলেছেন। কিন্তু তারপর? ৭১-তম সেঞ্চুরিটা কবে আসবে তাঁর ব্যাট থেকে? সেই উত্তর কিন্তু মিলছেই না। বুধের ইডেনে বিরাটের জন্য ক্লাব হাউস থেকে যতই আওয়াজ উঠুক, রানমেশিনের ব্যাট কিন্তু কথা বলছেই না।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
শহরের মহারাজ প্রেসিডেন্ট বক্সে বসে, দলের নেতা রোহিত শর্মা। তবু ইডেন জুড়ে একটাই নাম বারবার প্রতিধ্বনিত হল। বি…রা…ট, বি….রা…ট। কখনও কখনও কোহলি…কোহলি। দেখে বোঝার উপায় উপায় নেই প্রায় আড়াই বছর তাঁর ব্যাটে সেঞ্চুরি নেই। নেতৃত্ব চলে গিয়েছে, তবু এই দলের অকথিত নেতা যেন তিনিই। বিরাট কোহলি (Virat Kohli)। মঙ্গলবার নেট সেশনেও দু’বার বোল্ড হয়েছেন। ব্যাটিং ফোকাস ধরে রাখতে অনুশীলনেও একাগ্রতা বাড়ানোর চেষ্টা করছেন। ক্রিকেটপ্রেমীরা অবশ্য সেসব নিয়ে ভাবেন না। তাঁদের কাছে ভারতীয় ক্রিকেট মানে এখন বিরাট কোহলি।
বুধের ইডেনে হাজির ছিল আড়াই হাজার দর্শক। সাধারণ দর্শকের অনুমতি নেই। সদস্যদের জন্য ছিল শুধুমাত্র টিকিট। ক্লাব হাউসের আপার টিয়ারে তাঁদের বসার ব্যবস্থা করে সিএবি। যতবার বিরাট মিড অনে এলেন, ততবার ক্লাব হাউসের আপার টিয়ার থেকে একটাই নাম প্রতিধ্বনিত হল। আড়াই হাজারের ইডেনের গ্যালারিও বুঝিয়ে দিল বিরাটই রাজা। তাই তো মিড অনে দাঁড়িয়ে মাঝেমধ্যেই পিছনে ফিরে তাকাচ্ছিলেন বিরাট। সৌরভের শহরেও যে শুধুমাত্র তাঁর জন্যই গলা ফাটাচ্ছন সমর্থকরা। বার দুয়েক হাত তুললেন বিরাট। তাতেই দিল খুশ আড়াই হাজার জনতা। মিড অনে দাঁড়িয়ে একটা ক্যাচও নিলেন। বিরাটও হয়তো বুঝলেন, সমগ্র বিশ্ব তাঁর সমালোচনা করলেও ইডেনের কাছে এখনও তিনি আগের মতোই প্রিয়।
রোহিত আউট হতেই খুশি ইডেনের ক্রিকেটপ্রেমীরা। কারণ একটাই। সেই বিরাট কোহলি। তিনি মাঠে নামছেন। অতীতে দ্রাবিড় আউট হওয়ার পর যে ছবিটা চোখে পড়ত। মাঠে নামতেন সচিন তেন্ডুলকর। ডাগ আউটে বসে বোধহয় ওই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল দ্রাবিড়েরও।
তবে এ দিনও বিরাটের ব্যাট থেকে বড় রান দেখতে ব্যর্থ। একটা স্ট্রেট ড্রাইভ বাউন্ডারি ছাড়া আর কিছুই দেখা গেল না। ফ্যাবিয়ান অ্যালেনের বলে আউট হলেন ১৭ রানে।
২২ নভেম্বর ২০১৯। ইডেনের ২২ গজেই শেষ শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর শতরানের খরা চলছেই। রান করলেও শতরান পাননি। আন্তর্জাতিক মঞ্চ থেকে আইপিএল, রানমেশিনের ব্যাটে এখনও শতরান আসেনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাটের একটাও শতরান নেই। বুধবারও বহু প্রতীক্ষিত সেই সেঞ্চুরি দেখতে পেল না ক্রিকেটের নন্দনকানন। যদিও হওয়ার কথাও ছিল না। ওঃ ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৫৭ রান তোলে।
আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে শতরানের সূচনা হয়েছিল ইডেনেই। তারপর আর থামতে হয়নি তাঁকে। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ৭০টা সেঞ্চুরি করে ফেলেছেন। কিন্তু তারপর? ৭১-তম সেঞ্চুরিটা কবে আসবে তাঁর ব্যাট থেকে? সেই উত্তর কিন্তু মিলছেই না। বুধের ইডেনে বিরাটের জন্য ক্লাব হাউস থেকে যতই আওয়াজ উঠুক, রানমেশিনের ব্যাট কিন্তু কথা বলছেই না।