AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ সামি, বাংলার মুখ উজ্জ্বল করলেন ঐহিকাও

Arjuna award: দেশের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর। শুরুর কয়েকটা ম্যাচে যিনি একাদশে সুযোগ পাননি, সেই তিনিই পরের দিকে কার্যত জ্বলে উঠেছিলেন। ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি তারই ফল পেতে চলেছেন। অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম পাঠিয়েছিল বোর্ড। এ বার বাংলার এই ক্রিকেটার সেই পুরস্কার পেতে চলেছেন।

Mohammed Shami: অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ সামি, বাংলার মুখ উজ্জ্বল করলেন ঐহিকাও
অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ সামি, বাংলার মুখ উজ্জ্বল করলেন ঐহিকাও
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 1:29 PM
Share

কলকাতা: দেশের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর। শুরুর কয়েকটা ম্যাচে যিনি একাদশে সুযোগ পাননি, সেই তিনিই পরের দিকে কার্যত জ্বলে উঠেছিলেন। ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami) তারই ফল পেতে চলেছেন। অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম পাঠিয়েছিল বোর্ড। এ বার বাংলার এই ক্রিকেটার সেই পুরস্কার পেতে চলেছেন। বাংলা থেকে সামি ছাড়াও আরও দুই ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারে ভূষিত হবেন। তাঁরা হলেন টেবিল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়েস্ট্রিয়ান অনুষ আগরওয়াল। ভারতের দুই ব্যাডমিন্টন তারকা সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) পাবেন ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।

নতুন বছরের ৯ জানুয়ারি এই পুরস্কার পাবেন মহম্মদ সামি-ঐহিকা মুখোপাধ্যায়রা। শোনা গিয়েছে, এই পুরস্কার প্রদানের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এ বার, ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি-সহ মোট ২৬ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কার দেওয়া হবে। আগামী বছরের ৯ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে দেশের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ২৬জন ভারতীয় ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেবেন।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা —

  • চিরাগ শেট্টি (ব্যাডমিন্টন)
  • সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (ব্যাডমিন্টন)

অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকা —

  • ওজস প্রবীণ দেওতালে (তিরন্দাজি)
  • অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজি)
  • মুরলী শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স)
  • পারুল চৌধুরি (অ্যাথলেটিক্স)
  • মহম্মদ হাসমুদ্দিন (বক্সিং)
  • আর বৈশালী (দাবা)
  • মহম্মদ সামি (ক্রিকেট)
  • অনুষ আগরওয়াল (ইকুয়েস্ট্রিয়ান)
  • দিব্যাকৃতি সিং (ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ)
  • দীক্ষা ডাগর (গলফ)
  • কৃষ্ণ বাহাদুর পাঠক (হকি)
  • সুশীলা চানু (হকি)
  • পাওয়ার কুমার (কবাডি)
  • ঋতু নেগি (কবাডি)
  • নাসরিন (খো খো)
  • পিঙ্কি (লন বল)
  • ঐশ্বর্য প্রতাপ সিং তোমর (শুটিং)
  • এষা সিং (শুটিং)
  • হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ)
  • ঐহিকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস)
  • সুনীল কুমার (কুস্তি)
  • অন্তিম পাঙ্ঘাল (কুস্তি)
  • নাওরেম রোসিবিনা দেবী (উসু)
  • শীতল দেবী (প্যারা আর্চারি)
  • অজয় কুমার রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট)
  • প্রাচী যাদব (প্যারা ক্য়ানোয়িং)