AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH IPL Auction 2025: ঈশান-সামিতে ট্রফির স্বপ্ন, হায়দরাবাদে সূর্যোদয় হবে?

Sunrisers Hyderabad Auction Players : জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে মোট ১৫ জন ক্রিকেটারকে কিনেছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ।

SRH IPL Auction 2025: ঈশান-সামিতে ট্রফির স্বপ্ন, হায়দরাবাদে সূর্যোদয় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ
| Updated on: Nov 25, 2024 | 10:06 PM
Share

কলকাতা: ট্রফির খুব কাছে পৌঁছেও তা গত আইপিএলে আসেনি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) শিবিরে। কেকেআরের কাছে ১৭তম আইপিএলের ফাইনালে হেরে যায় প্যাট কামিন্সের অরেঞ্জ আর্মি। এ বার পঁচিশের আইপিএলে তাই নতুন পরিকল্পনা কষে নামার কথা ভেবেছে হায়দরাবাদ। মেগা নিলামের আগে ৩ বিদেশি ক্রিকেটারে বেশি আস্থা রেখেছিল হায়দরাবাদ। জানেন সৌদি আরবের জেড্ডায় হওয়া বড় নিলাম থেকে কোন কোন ক্রিকেটারকে কিনল অরেঞ্জ আর্মি? রইল বিস্তারিত।

২০১৬ সালের আইপিএলের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ এ বারের মেগা নিলামের আগে রিটেন করেছিল ৫জন ক্রিকেটারকে। ৪৫ কোটি টাকা নিয়ে মেগা নিলামে প্লেয়ারদের দলে নেওয়ার জন্য নেমেছিল হায়দরাবাদ। একজন ক্রিকেটারের জন্য আরটিএম ব্যবহারের সুযোগ ছিল কাব্যা মারানের টিমের। মেগা নিলামের আগে সঞ্জুর দলে মোট ২০টি স্লট খালি ছিল। যেখানে সুযোগ ছিল ৫ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার।

এক ঝলকে দেখে নিন পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছিল সানরাইজার্স হায়দরাবাদ —

  • হেনরিখ ক্লাসেন – ২৩ কোটি টাকা
  • প্যাট কামিন্স – ১৮ কোটি টাকা
  • অভিষেক শর্মা – ১৪ কোটি টাকা
  • ট্রাভিস হেড – ১৪ কোটি টাকা
  • নীতীশ কুমার রেড্ডি – ৬ কোটি টাকা

জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল অরেঞ্জ আর্মি, রইল তালিকা —

  1. ঈশান কিষাণ – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ১১ কোটি ২৫ লক্ষ
  2. মহম্মদ সামি – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ১০ কোটি
  3. হর্ষল প্যাটেল – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ৮ কোটি
  4. অভিনব মনোহর – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩ কোটি ২০ লক্ষ
  5. রাহুল চাহার – বেস প্রাইস – ১ কোটি, নিলামে দর পেলেন – ৩ কোটি ২০ লক্ষ
  6. অ্যাডাম জাম্পা – বেস প্রাইস – ২ কোটি, নিলামে দর পেলেন – ২ কোটি ৪০ লক্ষ
  7. সিমরজিৎ সিং – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ৫০ লক্ষ
  8. ব্রাইডন কার্স – বেস প্রাইস – ১ কোটি, নিলামে দর পেলেন – ১ কোটি
  9. জয়দেব উনাদকাট – বেস প্রাইস – ১ কোটি, নিলামে দর পেলেন – ১ কোটি
  10. কামিন্দু মেন্ডিস – বেস প্রাইস – ৭৫ লক্ষ, নিলামে দর পেলেন – ৭৫ লক্ষ
  11. জিশান আনসারি – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৪০ লক্ষ
  12. অনিকেত ভার্মা – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ
  13. অথর্ব তাইডে – বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ
  14. ইশান মালিঙ্গা- বেস প্রাইস ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ১ কোটি ২০ লক্ষ
  15. সচিন বেবি- বেস প্রাইস – ৩০ লক্ষ, নিলামে দর পেলেন – ৩০ লক্ষ