SRH vs RR: রাজস্থান বোলারদের দাপট, সানরাইজার্সের ত্রাতা ক্লাসেন; KKR-এর সামনে কে?

May 24, 2024 | 9:33 PM

Sunrisers Hyderabad vs Rajasthan Royals Qualifier 2: হেনরিখ ক্লাসেনের অনবদ্য হাফসেঞ্চুরি, রাহুল ত্রিপাঠির ক্যামিও ইনিংস। ওপেনার ট্রাভিস হেড পরপর দু-ম্যাচে গোল্ডেন ডাকের পর আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন যেন। এ দিন ২৮ বলে ৩৪ রান করেন ট্রাভিস হেড। টুর্নামেন্টের নিরিখে যা হতাশার পারফরম্যান্স। ইনিংসের প্রথম অর্ধে বোল্টের দাপট তেমনই দ্বিতীয় অংশে আবেশ খান ও সন্দীপ শর্মা দুর্দান্ত বোলিং করেন।

SRH vs RR: রাজস্থান বোলারদের দাপট, সানরাইজার্সের ত্রাতা ক্লাসেন; KKR-এর সামনে কে?
Image Credit source: BCCI

Follow Us

শৃঙ্খলাবদ্ধ বোলিং, দুর্দান্ত ফিল্ডিং। দ্বিতীয় কোয়ালিফায়ারে অনবদ্য পারফরম্যান্স রাজস্থান রয়্যালস বোলারদের। যদিও ঘরের মাঠে বল হাতে হতাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বোলিংয়ে ছাপ ফেলতে না পারলেও সন্দীপ শর্মা, আবেশ খান দুর্দান্ত বোলিং করলেন। তাতেও অবশ্য স্বস্তিতে নেই রাজস্থান রয়্যালস। ফাইনালে যেতে হলে ব্যাটিং ভালো করতে হবে। প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ট্রফির ম্যাচে নামতে হলে রাজস্থান রয়্যালসের টার্গেট ১৭৬ রান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তার প্রধান কারণে ফ্রেশ পিচ। চিপকে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। পুরোপুরি অব্যবহৃত পিচ ব্যবহার করায় ধোঁয়াশা ছিল। শুরু থেকে ব্যাটিং পিচই মনে হয়েছে। যদিও রাজস্থান রয়্যালসের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের সামনে চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। পুরো টুর্নামেন্টে তাদের ওপেনিং ব্যাটাররা দাপট দেখিয়েছেন। প্রথম কোয়ালিফায়ারের পর এ দিনও ওপেনাররা ভরসা দিতে পারলেন না। পাওয়ার প্লে-তে তিন উইকেট নিয়ে সানরাইজার্সকে চাপে ফেলেন ট্রেন্ট বোল্ট।

হেনরিখ ক্লাসেনের অনবদ্য হাফসেঞ্চুরি, রাহুল ত্রিপাঠির ক্যামিও ইনিংস। ওপেনার ট্রাভিস হেড পরপর দু-ম্যাচে গোল্ডেন ডাকের পর আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন যেন। এ দিন ২৮ বলে ৩৪ রান করেন ট্রাভিস হেড। টুর্নামেন্টের নিরিখে যা হতাশার পারফরম্যান্স। ইনিংসের প্রথম অর্ধে বোল্টের দাপট তেমনই দ্বিতীয় অংশে আবেশ খান ও সন্দীপ শর্মা দুর্দান্ত বোলিং করেন। শেষ অবধি ১৭৫-৯ স্কোরে থামে সানরাইজার্স। বোল্ট ও আবেশ খান তিনটি করে উইকেট নেন। ২টি উইকেট সন্দীপ শর্মার ঝুলিতে। রাজস্থানের ফাইনাল স্বপ্ন এখন ব্যাটারদের উপর।

Next Article