Mohammed Shami: আইপিএল শুরুর আগেই হায়দরাবাদ ছেড়ে দিচ্ছে? সামিকে নিয়ে বড় আপডেট দিলেন বোলিং কোচ

IPL, Sunrisers Hyderabad: চোট সারিয়ে মাঠে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতকে। কিন্তু গত মরসুমের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেভাবে পারফর্ম করতে পারেননি। আগামী মরসুমে এই সামিকে কি রাখবে না হায়দরাবাদ?

Mohammed Shami: আইপিএল শুরুর আগেই হায়দরাবাদ ছেড়ে দিচ্ছে? সামিকে নিয়ে বড় আপডেট দিলেন বোলিং কোচ
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 15, 2025 | 7:02 PM

কলকাতা: ঝুলিতে মাত্র ৬ উইকেট। ম্যাচ খেলেছেন ৯টা। ইকোনমি ১১.২৩। স্ট্রাইক রেট ৩০। বোলিং গড় ৫৬.১৭। শুরুতে খেললেও দ্বিতীয় পর্বে টিম থেকে বাদ পড়ে যান। এ হেন তথ্য দিয়ে কি বিচার করা যেতে পারে মহম্মদ সামির আইপিএল কেরিয়ার? কখনওই না। দেশের হয়ে হোক, রাজ্য কিংবা আইপিএল টিমের হয়ে, যখনই নেমেছেন মাঠে, সেরাটাই দিয়েছেন। চোট প্রবণতা বেড়েছে। তাও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও তাঁর বিকল্প নেই। বাংলার এই ছেলেই চোট সারিয়ে মাঠে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতকে। কিন্তু গত মরসুমের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেভাবে পারফর্ম করতে পারেননি। আগামী মরসুমে এই সামিকে কি রাখবে না হায়দরাবাদ?

নতুন বোলিং কোচ হয়ে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন বরুণ অ্যারন। প্রাক্তন ভারতীয় পেসার কোচিং টিমে পা রেখেই কিন্তু সামিকে বাতিলের খাতায় ফেলে দিলেন। বরুণের যুক্তি, ‘আমি তো বলব, মহম্মদ সামিকে টিম যেন রিলিজ করে দেয়। তার একটা বড় কারণ, ও কেরিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে আছে। ফিটনেস নিয়ে সমস্যায় রয়েছে।’

ঘরের মাঠে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলার পর থেকে দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে ছিলেন সামি। পায়ের পাতা ও গোড়ালির চোটে কাবু ছিলেন। অস্ত্রোপচারও হয়েছিল। তারপর রিহ্যাব শুরু করেছিলেন। কিন্তু চোট সারিয়ে পুরোপুরি মাঠে নামতে লেগে গিয়েছিল সময়। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ও রঞ্জি ট্রফি ম্যাচ খেলে ফিট প্রমাণ করেছিলেন। তার পরও ফিটনেস নিয়ে ইস্যু থেকেই গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও ফিটনেস প্রশ্নের উর্ধ্বে উঠতে পারেননি সামি। আইপিএল চলাকালীন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। যে কারণে ইংল্য়ান্ড সফরেও সুযোগ পাননি। অনেকেই মনে করছেন, সামির ক্রিকেটার শেষের মুখে।

অবশ্য শুধু সামিকে নিয়ে নয়, বরুণ আর এক ক্রিকেটারকে নিয়েও কথা বলেছেন। তিনি আর কেউ নন ঈশান কিষাণ। যাঁকে রিটেন করেনি মুম্বই। বিপুল টাকা দিয়ে নিয়েছিল হায়দরাবাদ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন। কিন্তু তারপর আর রান পাননি সেভাবে। বরুণ বলেছেন, ‘ঈশান কিষাণের ক্ষেত্রেও ব্যাপারটা এক। ওদের দু’জনকেই বিপুল টাকা দিয়ে নিয়েছিল দল। ওদের আবার নিলামে পাঠিয়ে কম টাকায় যাতে ওদের পাওয়া যায়, সেই চেষ্টাই করতে হবে।’