কলকাতা: লক্ষ্মীবারে উপ্পলে পয়েন্টের খাতা খুলতে পারবেন ঋষভ পন্থরা? লড়াইটা সহজ হবে না জানাই ছিল। কারণ প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। যারা বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে প্রবল চাপে ফেলে। কিন্তু কখনও কখনও তথাকথিত আন্ডারডগই যে বাজিমাত করে, তার আরও একটা উদাহরণ দেখা গেল। বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় অরেঞ্জ আর্মি আত্মবিশ্বাসী ছিল। তাদের সব ব্যাটারই ছন্দে। কিন্তু সেই বিধ্বংসী লাইন আপকেই ১৯০ রানে আটকে রাখে লখনউ। চার উইকেট নেন সদ্য দল পাওয়া শার্দূল ঠাকুর। মার্শ-পুরানের অনবদ্য ইনিংস। ৫ উইকেটের বিশাল জয় সুপার জায়ান্টসের। ম্যাচের যাবতীয় আপডেট রইল TV9Bangla-র এই লাইভব্লগে।
গত মরসুমে এই মাঠে একই প্রতিপক্ষর কাছে দুরমুশ হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ৫ উইকেটের বিশাল জয়ে বদলা সম্পূর্ণ। কিছুটা স্বস্তিতে ক্যাপ্টেন ঋষভ পন্থ। ব্যাট হাতে এদিনও বড় ইনিংস আসেনি। তবে তাঁর ক্যাপ্টেন্সি নজর কেড়েছে। ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: হায়দরাবাদে বদলার জয়, পুরান-মার্শ হাসি ফোটালেন লখনউ শিবিরে
৭০ রানের ইনিংস খেলে ফেরেন পুরান। টানা দু-ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস স্কোর। তাঁর মতো মিচেল মার্শও টানা দু-ম্যাচে হাফসেঞ্চুরি পেরোলেন। এরপরই অবশ্য় আউট। দুটো উইকেটই কামিন্সের ঝুলিতে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচেও দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি নিকোলাস পুরানের। মাত্র ১৮ বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন। আইপিএলের ১৮তম সংস্করণে এটিই দ্রুততম হাফসেঞ্চুরি।
বোলিং অবশ্যই ভালো। তেমনই ফিল্ডিংও। হায়দরাবাদের মতো বিধ্বংসী ব্যাটিং টিমকে ২০০-র নীচে আটকে রাখা একেবারেই সহজ কাজ নয়। সেটাই করে দেখাল লখনউ সুপার জায়ান্টস। ২০ ওভারে মাত্র ৯ উইকেটে মাত্র ১৯০ রান সানরাইজার্সের।
ফুলটস বলে জোরালো ড্রাইভ মেরেছিলেন নীতীশ রেড্ডি। রকেটের গতিতে স্ট্রেট বাউন্ডারির দিকে যাচ্ছিল বল। বোলার প্রিন্স যাদব ক্যাচের চেষ্টা করেছিলেন। ক্যাচ হয়নি। তাঁর হাতে লেগে বলের দিক বদলে উইকেটে লাগে। রান আউট হন নন স্ট্রাইকে থাকা হেনরিখ ক্লাসেন। হাতে চোট পেয়েও দুর্দান্ত রান আউট!
পরপর উইকেট হারালেও ট্রাভিস হেডকে থামানো কঠিন হয়ে উঠেছিল। অবশেষে লখনউয়ের তরুণ পেসার প্রিন্স যাদব ছিটকে দিলেন উইকেট। ২৮ বলে ৪৭ রানে ফিরলেন ট্রাভিস হেড। ক্রিজে ক্লাসেন।
পেসারদের সৌজন্যে জোড়া উইকেট। কিন্তু রানের গতি থামানো যাচ্ছিল না। স্পিনার দিগ্বেশ সিংকে আক্রমণে আনলেন ঋষভ পন্থ। রানে রাশ টানতেই এমন সিদ্ধান্ত!
শার্দূল ঠাকুরের শর্ট পিচ ডেলিভারি। অভিষেকের পুল। ডিপ স্কোয়ারলেগে প্রস্তুত ছিলেন নিকোলাস পুরান। সোজা তাঁর হাতে বল। ফিরলেন অভিষেক শর্মা। ক্রিজে গত ম্যাচের সেঞ্চুরিয়ন ঈশান কিষাণ। গোল্ডেন ডাক ঈশান!
প্রথম ওভারে জোরালো ড্রাইভের চেষ্টা করলেও প্রথম ওভারে এল মাত্র ৬ রান। শান্ত শুরু হায়দরাবাদের! দ্বিতীয় ওভার অবশ্য বাউন্ডারি মেরেই স্টার্ট করলেন অভিষেক শর্মা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঋষভ পন্থের! অবাক করার মতোই সিদ্ধান্ত। আবেশ খান টিমে এলেন, শাহবাজ নেই। জানালেন ঋষভ। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঋষভের মন্তব্য, ওরা যত রানই করুক, তাড়া করব। বিস্তারিত পড়ুন: ওরা যত রানই করুক…, টসের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী পন্থ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাটিংয়ে নামলেই মনে হয়, এই বুঝি ৩০০ হল! আজ লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করলে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না।
আইপিএলের মঞ্চে এখনও অবধি ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। তার মধ্য়ে এগিয়ে লখনউ। তারা জিতেছে ৩টি ম্যাচ। আর অরেঞ্জ আর্মির জয় মাত্র এক ম্যাচে।
ঘরের মাঠে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৪৪ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। আজও ঘরের মাঠেই ম্যাচ। ব্যাটিং সহায়ক পিচে আবারও তাণ্ডব দেখার অপেক্ষা। মানসিক ভাবেও অনেকটা এগিয়ে সানরাইজার্স।
পড়ুন বিস্তারিত – SRH vs LSG Playing XI IPL 2025: অতি আগ্রাসী হায়দরাবাদের বিরুদ্ধে পন্থের স্বস্তি! কী হতে পারে দু-দলের একাদশ?
হায়দরাবাদের উপ্পলে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্টস। নিজেদের প্রথম ম্যাচে প্যাট কামিন্সরা জিতেছিলেন। অপরদিকে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস হেরে মরসুম শুরু করেছে। আজ, তাই পন্থদের ঘুরে দাঁড়ানোর লড়াই।