Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs LSG Confirmed Playing XI, IPL 2025: ওরা যত রানই করুক…, টসের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী পন্থ

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Confirmed Playing XI in Bengali: হায়দরাবাদের পিচ ব্যাটারদের কাছে স্বর্গ। সানরাইজার্সের যা ব্যাটিং আক্রমণ, তাতে প্রথমে ব্যাট করতে দেওয়া মানে ফ্রি-হ্যান্ড। প্রথম ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছে সানরাইজার্স। তাদের নতুন সদস্য ঈশান কিষাণ সেঞ্চুরি করেছেন।

SRH vs LSG Confirmed Playing XI, IPL 2025: ওরা যত রানই করুক..., টসের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী পন্থ
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 7:17 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ হাইভোল্টেজ ম্যাচ। হায়দরাবাদে ম্যাচ। মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেন লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন ঋষভ পন্থ। যা অনেককেই অবাক করেছে। হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। যদিও লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন ঋষভ পন্থের আত্মবিশ্বাসী জবাব, ‘ওরা যত রানই করুক, আমরা তাড়া করার জন্য প্রস্তুত।’

হায়দরাবাদের পিচ ব্যাটারদের কাছে স্বর্গ। সানরাইজার্সের যা ব্যাটিং আক্রমণ, তাতে প্রথমে ব্যাট করতে দেওয়া মানে ফ্রি-হ্যান্ড। প্রথম ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছে সানরাইজার্স। তাদের নতুন সদস্য ঈশান কিষাণ সেঞ্চুরি করেছেন। আইপিএলের মঞ্চে প্রথম সেঞ্চুরি ঈশানের। ওপেনিংয়ে থাকছেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। লখনউ সুপার জায়ান্টসের কাছে এই ম্যাচে কিছুটা স্বস্তি, চোট সারিয়ে ফিরেছেন আবেশ খান। এখন দেখার, সানরাইজার্সকে কত রানের মধ্যে বেঁধে রাখতে পারে লখনউ।

দু-দলের কম্বিনেশন দেখে বলা যায়, সানরাইজার্স ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামাবে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে। সেই সম্ভাবনাই বেশি। মুল্ডারকে নামানোরও সুযোগ থাকছে। লখনউয়ের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামবেন মিচেল মার্শ।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি

ইমপ্যাক্ট অপশন- সচিন বেবি, জয়দেব উনাদতকাট, জিশান আনসারি, অ্যাডাম জাম্পা, উইয়ান মুল্ডার

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: প্রিন্স যাদব, এইডেন মার্কব়্যাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, আবেশ খান, দিগ্বেশ রাঠি, আব্দুল সামাদ,

ইমপ্যাক্ট অপশন-শাহবাজ আহমেদ, মনিরমন সিদ্ধার্ধ, মিচেল মার্শ, হিম্মত সিং, আকাশ সিং