SRH vs LSG Playing XI IPL 2025: অতি আগ্রাসী হায়দরাবাদের বিরুদ্ধে পন্থের স্বস্তি! কী হতে পারে দু-দলের একাদশ?

Mar 27, 2025 | 12:09 AM

SRH vs LSG Preview: ঘরের মাঠে প্রথম ম্যাচে তারা ৪৪ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। আজও ঘরের মাঠেই ম্যাচ। ব্যাটিং সহায়ক পিচে আবারও তাণ্ডব দেখার অপেক্ষা। মানসিক ভাবেও অনেকটা এগিয়ে সানরাইজার্স।

SRH vs LSG Playing XI IPL 2025: অতি আগ্রাসী হায়দরাবাদের বিরুদ্ধে পন্থের স্বস্তি! কী হতে পারে দু-দলের একাদশ?
Image Credit source: PTI

Follow Us

দুই দল, ভিন্ন মেরুতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। দুর্দান্ত জয় দিয়ে নতুন মরসুম শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে প্রথম ম্যাচে তারা ৪৪ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। আজও ঘরের মাঠেই ম্যাচ। ব্যাটিং সহায়ক পিচে আবারও তাণ্ডব দেখার অপেক্ষা। মানসিক ভাবেও অনেকটা এগিয়ে সানরাইজার্স।

হায়দরাবাদের ব্যাটিং আক্রমণ এমনিতেই প্রতিপক্ষের ত্রাস ছিল। তার উপর এ মরসুমে যোগ হয়েছে ঈশান কিষাণের নামও। নতুন জার্সিতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশান। আইপিএল কেরিয়ারে তাঁর প্রথম সেঞ্চুরি। টপ থ্রি-তে যেমন ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ থাকছেন তেমনই লোয়ার অর্ডারে অনিকেত ভার্মা, অভিনব মনোহরের মতো পাওয়ার হিটার। অনিকেত এ বার বড় ভূমিকা নিতে পারেন। যদিও প্রথম ম্যাচে প্রতিভা দেখানোর সেই অর্থে সুযোগই পাননি।

লখনউ সুপার জায়ান্টস হার দিয়ে অভিযান শুরু করেছে। সবচেয়ে কঠিন পরিস্থিতি ক্যাপ্টেন ঋষভ পন্থের। ২৭ কোটিতে তাঁকে নিয়েছে লখনউ। দিল্লির বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে ব্যাট হাতে শূন্য। কিপিংয়ে স্টাম্পিং মিস। ক্যাপ্টেন্সিতেও হতাশ করেছেন। স্লগ ওভার বোলিংয়ে উন্নতির প্রয়োজন। আর এখানে পন্থের স্বস্তি হতে পারেন আবেশ খান। তাঁর স্কোয়াডে একাধিক পেসারের চোট। ফিট সার্টিফিকেট পেয়েছেন আবেশ খান। ঋষভ পন্থের ভরসা হয়ে উঠতে পারেন আবেশ।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি

প্রথমে ব্যাট করলে ইমপ্যাক্ট অপশন-অ্যাডাম জাম্পা, প্রথমে বোলিং করলে ইমপ্যাক্ট অপশন ট্রাভিস হেড

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, আবেশ খান, দিগ্বেশ রাঠি

প্রথমে ব্যাট করলে ইমপ্যাক্ট অপশন-মনিরমন সিদ্ধার্ধ, প্রথমে বোলিং করলে ইমপ্যাক্ট অপশন-মিচেল মার্শ