ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ ও উদ্বোধনী আইপিএলের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ। একঝাঁক পাওয়ার হিটার। কী হতে পারে দু-দলের একাদশ?
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন সঞ্জু স্যামসন। সেই সিরিজেই ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান। তা পুরোপুরি সারেনি। সঞ্জু স্যামসনকে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার অনুমতি দেওয়া হয়েছে। রাজস্থানের প্রথম তিন ম্যাচে তাই ক্যাপ্টেন্সি করবেন রিয়ান পরাগ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করবেন সঞ্জু।
সানরাইজার্সের ব্যাটিং বিভাগ গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে। কার্যত একই ব্যাটিং আক্রমণ ধরে রেখেছে তারা। সঙ্গে তরুণ কিছু মুখও যোগ হয়েছে। যেমন বলতে হয়, অনিকেত ভার্মার কথা। আর শুরুতে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি রয়েইছেন। সঙ্গে যোগ হয়েছে ঈশান কিষাণও। বোলিংয়ে তেমনই ক্যাপ্টেন প্যাট কামিন্সের সঙ্গে মহম্মদ সামির মতো চ্যাম্পিয়ন পেসার। এ ছাড়াও হর্ষল প্যাটেলের মতো অভিজ্ঞ পেসার রয়েছেন। রাজস্থান রয়্যালস অবশ্য কিছুটা দুর্বল হয়েছে জস বাটলার, ট্রেন্ট বোল্টের মতো প্লেয়ারকে ধরে রাখতে বা মেগা অকশনে ফেরাতে না পারায়।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর/রাহুল চাহার (ইমপ্যাক্ট প্লেয়ার অপশন হতে পারেন), প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, অ্যাডাম জাম্পা
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন/তুষার দেশপান্ডে (ইমপ্যাক্ট প্লেয়ার বিকল্প), নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, শুভম দুবে/আকাশ মাধওয়াল, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা/ফজলহক ফারুকি, সন্দীপ শর্মা
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।