IPL 2021: অভিষেকেই গতির ঝড় তুললেন জম্মু-কাশ্মীরের পেসার

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 04, 2021 | 3:01 PM

দল না জিতলেও উমরন মালিকের পেস প্রশংসা আদায় করল অধিনায়ক কেন উইলিয়ামসনেরও (Kane Williamson)। উমরনের দুটো ডেলিভারির গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার পার করল। সর্বোচ্চ স্পিড ১৫১.০৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। প্রথম ওভারেই ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের উপর বল করলেন জম্মু-কাশ্মীরের এই পেসার। নাইটদের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দেন তিনি।

IPL 2021: অভিষেকেই গতির ঝড় তুললেন জম্মু-কাশ্মীরের পেসার
উমরন মালিক। ছবি: টুইটার

Follow Us

দুবাই: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) হারলেও সমস্ত নজর কেড়ে নিলেন এক ডান হাতি পেসার। আইপিএল অভিষেকেই গতির ঝড় তুললেন তিনি। এমনই ঝড় তুললেন, যে চলতি আইপিএলে (IPL) বাকি ভারতীয় পেসারদের রেকর্ড ভেঙেচুড়ে দিলেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের ডান হাতি পেসার উমরন মালিক (Umran Malik)।

টি নটরাজন (T Natarajan) করোনা সংক্রমিত হওয়ার পর তাঁকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এতদিন ধরে সুযোগ পাচ্ছিলেন না। রবি রাতে দুবাইয়ের ২২ গজে সুযোগ পেতেই নিজের জাত চেনালেন। দল না জিতলেও উমরন মালিকের পেস প্রশংসা আদায় করল অধিনায়ক কেন উইলিয়ামসনেরও (Kane Williamson)। উমরনের দুটো ডেলিভারির গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার পার করল। সর্বোচ্চ স্পিড ১৫১.০৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। প্রথম ওভারেই ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের উপর বল করলেন জম্মু-কাশ্মীরের এই পেসার। নাইটদের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দেন তিনি।

জম্মু-কাশ্মীরের হয়ে একটা টি-২০ আর একটা লিস্ট-এ ম্যাচ খেলেছেন উমরন মালিক। দুটো ম্যাচ মিলিয়ে মোট ৪ উইকেট নিয়েছেন। উমরন মালিকের গতির ঝড়ের প্রশংসা করেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। চলতি আইপিএলে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের উপর বল করেছেন দুই বিদেশি। দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া পেসার এনরিখ নর্টজে আর কেকেআরের লকি ফার্গুসন। নর্টজের সর্বোচ্চ গতি ১৫১.৭১ কিমি প্রতি ঘণ্টা। ফার্গুসনের টপ স্পিড ১৫২.৭৫ কিমি প্রতি ঘণ্টা। সেই তালিকায় ঢুকে পড়লেন হায়দরাবাদের ২১ বছরের পেসার উমরন মালিক।

 

আরও পড়ুন: IPL 2021: আজ আইপিএলে গুরু শিষ্যের লড়াই

Next Article