কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোর পর্ব চলছে। কলম্বোতে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দাসুন শানাকার শ্রীলঙ্কা ও সাকিব আল হাসানের বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ ছিল মাস্ট উইন ম্যাচ। এ দিনও হার। ২১ রানের জয়ে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। টানা ১৩টি ওডিআই জয় তাদের। টানা জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। টানা দ্বিতীয় ম্যাচ হেরে কার্যত বিদায় বাংলাদেশের। অঙ্কে টিকে রইল তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল শ্রীলঙ্কা। গ্যালারিতে চলল নাগিন ডান্স। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Sri Lanka vs Bangladesh) ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এখনও অবধি সুপার ফোর পর্বে বাংলাদেশ দুটি, শ্রীলঙ্কা ও পাকিস্তান একটি করে ম্যাচ খেলেছে। ভারত নামছে কাল। দু-ম্যাচ হেরে আপাতত অঙ্কে টিকে বাংলাদেশ। তাদের নেট রান রেটও খুবই কম। কাল ভারত-পাকিস্তান ম্যাচের ফলের পরই হয়তো বিদায় বাংলাদেশের! পড়ুন বিস্তারিত: বাংলাদেশের হৃদয়ভঙ্গ! সাকিবদের কার্যত দৌড় থেকে ছিটকে মাইলফলকে শ্রীলঙ্কা
বাংলাদেশ শিবিরের আশা জিইয়ে রেখেছিলেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। তাঁকে ফিরিয়ে বাংলাদেশের হৃদয় ভাঙলেন মহেশ থিকসানা। সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। জয়ের স্বপ্ন এখন শ্রীলঙ্কা শিবিরে। গ্যালারিতে শুরু নাগিন ডান্স।
টানা ১৩টি ওডিআই জিতে রেকর্ড গড়ার পথে শ্রীলঙ্কা। তবে তৌহিদ হৃদয় এবং শামিম হোসেন জুটি কিছুটা চাপে রেখেছিল। শামিমকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে চাপ বাড়ালেন মহেশ থিকসানা। ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
জুনিয়র মালিঙ্গা হিসেবে পরিচিত মাতিসা পাথিরানার বোলিং। শরীর থেকে অনেকটা দূরের ডেলিভারি। তাড়া করেন সাকিব। কট বিহাইন্ডের আবেদন উঠলেও আম্পায়ার সাড়া দেননি। সঙ্গে সঙ্গে রিভিউ নেয় শ্রীলঙ্কা। আত্মবিশ্বাসী রিভিউতে সাফল্য। সাকিবের উইকেট হারিয়ে প্রবল চাপে বাংলাদেশ।
দাসুন শানাকার বলে পুল শট খেলেন মিরাজ। বলে তেমন গতি ছিল না। শর্ট মিড উইকেটে ক্যাচ আউট হয়ে ফিরলেন মেহদি হাসান মিরাজ।
টার্গেট ২৫৮। রান তাড়া করতে নামল বাংলাদেশ।
২টো ডেলিভারি বাকি ছিল। যে মেজাজে ব্যাট করছিলেন সেঞ্চুরি অসম্ভব ছিল না। দুর্ভাগ্যবশত বড় শট খেলার চেষ্টাতেই ৯৩ রানে আউট হলেন সাদিরা সমরবিক্রমা।
রান আউট হলেন দুনিথ। হাসান মাহমুদের দারুণ থ্রো। সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা। ৩ বলে ৩ রান করে মাঠ ছাড়তে হল দুনিথকে।
মাঝে অল্প সময়ের ব্যবধানে উইকেট হারানো। ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। এ বার হাফসেঞ্চুরিতে সাদিরা সমরবিক্রম। ক্রমশ ২০০ রান পেরনোর পথে শ্রীলঙ্কা।
মিডিয়াম পেসার মেহদি হাসানের সৌজন্যে বড় উইকেট বাংলাদেশের ঝুলিতে। অফ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি। জায়গায় দাঁড়িয়ে ড্রাইভের চেষ্টা ধনঞ্জয় ডি’সিলভার। বলের লাইন অবধি পৌঁছলেন না। কিপারের হাতে সহজ ক্যাচ। ক্রিজে অধিনায়ক দাসুন শানাকা।
তাসকিনের স্লোয়ার। মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন চরিথ আসালঙ্কা। মিস টাইম হয়। সাকিবের ক্যাচে ফিরলেন আসালঙ্কা। ২৩ বলে ১০ রান করে মাঠ ছাড়লেন আসালঙ্কা।
গত ম্যাচে শতরানের কাছ থেকে দুর্ভাগ্যজনক রান আউটে ফিরেছিলেন। এ দিন অর্ধশতরানের পরই শরিফুলের শিকার। বড় শট খেলার চেষ্টায় বাউন্ডারি লাইনে তাসকিনের ক্যাচে ফিরলেন কুশল মেন্ডিস।
আরও একটা অনবদ্য ইনিংস কুশল মেন্ডিসের। গত ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে এ দিন ৭০ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছলেন কুশল।
বাংলাদেশকে ব্রেক থ্রু দিলেন বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। ওপেনার পাথুম নিশাঙ্ককে লেগ বিফোর করেন। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন পাথুম। তাতেও লাভ হয়নি। ৬০ বলে ৪০ রানে ফিরলেন পাথুম।
শ্রীলঙ্কার ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ। এই ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও পথুম নিশঙ্কা এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কাকে। এই জুটি এখনও অবধি ৫৭ বলে ৩৬ রান তুলেছে।
দিমুথ করুণারত্নের উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। প্রথম উইকেট হারাল লঙ্কানরা। দলগত ৩৪ রানে প্রথম উইকেট হারাল গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামলেন পাথুম নিশঙ্কা ও দিমুখ করুণারত্নে। নতুন বলে শুরু করলেন তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার আজ জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর দল চাইবে তাঁকে জয় উপহার দিতে।
লঙ্কানদের অপরিবর্তিত একাদশ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, দিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, কাসুন রজিথা ও মাথিসা পাথিরানা।
বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন। আফিফ হোসেনের জায়গায় এসেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মহম্মদ নাঈম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সাকিব।
আর কিছুক্ষণ পর শুরু হবে এশিয়া কাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ। তার আগে পড়ুন SL vs BAN ম্যাচের প্রিভিউ।
পড়ুন বিস্তারিত – Asia cup 2023 SL vs BAN Match Prediction: বাংলাদেশের বিরুদ্ধে ‘আনলাকি থার্টিন’! মাইলফলকের লক্ষ্যে শ্রীলঙ্কা
কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও সাকিব আল হাসানের বাংলাদেশ।