Asia cup 2023 SL vs BAN Match Prediction: বাংলাদেশের বিরুদ্ধে ‘আনলাকি থার্টিন’! মাইলফলকের লক্ষ্যে শ্রীলঙ্কা
Asia cup 2023 Sri Lanka vs Bangladesh Match Preview: ক্রিকেটে এখন অন্যতম রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার। বিশেষ করে নাগিন ডান্সের জন্য। বাংলাদেশ যেমন ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য মরিয়া তেমনই বদলার ক্ষেত্রেও। গ্রুপ পর্বে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। শ্রীলঙ্কার বোলিং লাইন আপ পাকিস্তানের মানের না হলেও তরুণ পেসার মাতিসা পাথিরানা ভরসা দিয়েছেন।
কলম্বো: এশিয়া কাপের গ্রুপ পর্বে দেখা হয়েছিল। এ বারের এশিয়া কাপে প্রথম ‘নাগিন ডার্বি’ জিতেছিল শ্রীলঙ্কা। শুরু হয়েছে সুপার ফোর পর্ব। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মাইলফলকের সামনে শ্রীলঙ্কা। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে টানা জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। ২০০৩ সালে টানা ২১টি ম্যাচ জিতেছিল অজিরা। দ্বিতীয় স্থানে রয়েছে তিনটি দল। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। বাকি দু-দলকে ছাপিয়ে মাইলফলক শ্রীলঙ্কার সামনে। আজ সুপার ফোরে বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালের দৌড়ে যেমন থাকা যাবে, তেমনই টানা ১৩টি ওডিআই জয়ের নজির। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে থাকবে শ্রীলঙ্কা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সুপার ফোর পর্বে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হার। নেট রান রেটের দিকেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং আক্রমণের ওপর প্রচণ্ড হতাশ। পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। মিডল অর্ডারে অধিনায়ক সাকিবের সঙ্গে ভরসা দেন আর এক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। যদিও তা যথেষ্ট ছিল না। পাক পেস আক্রমণের সামনে টপ অর্ডারের ব্যর্থতায় ক্ষুব্ধ সাকিব। প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়েছেন, ঘুরিয়ে এমন ইঙ্গিতই দেন সাকিব।
প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েও সুপার ফোর নিশ্চিত ছিল না শ্রীলঙ্কার। আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ২ রানের নাটকীয় জয় তাদের এই অবধি পৌঁছে দিয়েছে। ক্রিকেটে এখন অন্যতম রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার। বিশেষ করে নাগিন ডান্সের জন্য। বাংলাদেশ যেমন ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য মরিয়া তেমনই বদলার ক্ষেত্রেও। গ্রুপ পর্বে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। শ্রীলঙ্কার বোলিং লাইন আপ পাকিস্তানের মানের না হলেও তরুণ পেসার মাতিসা পাথিরানা ভরসা দিয়েছেন। তেমনই অভিজ্ঞ কাসুন রজিথাও রয়েছেন। স্পিন আক্রমণে সমানে সমানে লড়াইয়ের সম্ভাবনা। শ্রীলঙ্কার মাইলফলক ‘হতে পারে’-র ম্যাচে আশঙ্কা বৃষ্টিও।