IND vs AUS: নেতৃত্বই ফর্মে ফেরাবে! বিশ্বাস স্মিথের…

Steve Smith: স্মিথ বলছেন, 'নেতৃত্ব দিলে আমার সেরা পারফরম্য়ান্স বেরিয়ে আসে। প্য়াটের (কামিন্স) অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছি। এখানকার পরিবেশ, পরিস্থিতি সম্পর্তে ওয়াকিবহাল। এখানে খেলা মানে আমার কাছে সেকেন্ড হোম। ভারতে প্রচুর খেলেছি। সামনের ম্যাচ গুলির জন্য় মুখিয়ে রয়েছি।'

IND vs AUS: নেতৃত্বই ফর্মে ফেরাবে! বিশ্বাস স্মিথের...
Image Credit source: Cricket Australia
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2023 | 12:43 PM

ইন্দোর: একটা সময় ডন ব্র্য়াডম্যানের সঙ্গে তুলনা করা হত। ‘পরবর্তী ডন’ও বলা হত স্টিভ স্মিথকে। তারপর সব ওলট পালট হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি কান্ডে জড়ানো, নির্বাসন। ফিরে আসার পর ‘প্রতারক’ তকমা গায়ে নিয়ে নিয়ে খেলা। স্টিভ স্মিথের স্বাভাবিক হতে সময় লেগেছিল অনেকটা। তার উপর নেতৃত্বের নির্বাসনও ছিল। সেটা ওঠার পরও নেতৃত্ব দেওয়া হয়নি। অনেকেই মনে করেছিলেন, তাঁকে ফের নেতৃত্ব দেওয়া মানে ভুল বার্তা যাবে। তবে না দিয়ে পারেওনি ক্রিকেট অস্ট্রেলিয়া। সরাসরি অধিনায়ক করা না হলেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলেছেন। টিম পেইন বিদায়ের পর প্য়াট কামিন্সকে নেতৃত্ব দেওয়া হয়। দেশের মাটিতে সাফল্য়ও পাচ্ছিলেন কামিন্স। ভারত সফরে ডাহা ফেল। নেতৃত্ব হোক কিংবা বোলিং। ব্যক্তিগত সমস্যায় দেশে ফিরেছেন কামিন্স। ফলে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফের স্টিভ স্মিথ। নেতৃত্বই ফর্মে ফেরাবে, বিশ্বাস স্মিথের। আর কী বললেন স্টিভ স্মিথ? বিস্তারিত TV9Bangla-য়।

বুধবার শুরু হচ্ছে ইন্দোর টেস্ট। নাগপুর ও দিল্লি টেস্টে লজ্জাজনক হারে বর্ডার-গাভাসকর ট্রফিতে ০-২ পিছিয়ে অজিরা। এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারলে অন্তত কিছুটা সমম্মান উদ্ধার করা যাবে। সেদিকেই নজর ব্য়াটসম্য়ান এবং অধিনায়ক স্মিথের। গত দুই ম্য়াচে তাঁর পারফরম্য়ান্সও স্ক্য়ানারে। বিশ্বের সেরা চার ব্য়াটারের মধ্যে ধরা হয় স্মিথকে। এই সিরিজে তার সামান্য় ঝলকও দেখা যায়নি। ইন্দোর টেস্টের আগে স্মিথ বলছেন, ‘আমি অন্তত ৯৫টি (৯৪) টেস্ট খেলেছি, এমন পরিস্থিতি খুব কমই এসেছে, যখন নিজের উপরই বিশ্বাস রাখতে পারিনি। ক্রিজে নামার কিছুক্ষণের মধ্যেই মাথা নীচু করে মাঠ ছেড়েছি। আমার নিজেরও মনে হচ্ছিল-আমি এটা কী করছি! প্রচণ্ড রাগ হয়েছে, কেরিয়ারে এমন সময় খুব এসেছে।’

এরপরই ইতিবাচক মন্তব্য় বিশ্বের অন্য়তম সেরা ব্য়াটারের গলায়। বলছেন, ‘এখান থেকে অনেক কিছু শেখারও রয়েছে। এভাবে আমি খেলতে চাইনি। আমরা যেন অতিরিক্ত তাড়াহুড়ো করেছি। বিষয়টা নিয়ে সতীর্থদের সঙ্গে কথাও বলেছি। আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।’ ইন্দোরে একটিই ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বেই। সেটি ছিল ওডিআই ম্যাচ। এ বার টেস্ট খেলবে, নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ২০১৭ সালের সেই সফরে অস্ট্রেলিয়া ১-২ ব্য়বধানে টেস্ট সিরিজ হারলেও স্টিভ স্মিথ ভালো পারফর্ম করেছিলেন। এ বার চার ইনিংসে তাঁর অবদান মাত্র ৭১ রান। ব্য়াটিং গড় ২৩.৬৬। নেতৃত্ব পাওয়ায় ফের জ্বলে উঠবেন? স্মিথ বলছেন, ‘নেতৃত্ব দিলে আমার সেরা পারফরম্য়ান্স বেরিয়ে আসে। প্য়াটের (কামিন্স) অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছি। এখানকার পরিবেশ, পরিস্থিতি সম্পর্তে ওয়াকিবহাল। এখানে খেলা মানে আমার কাছে সেকেন্ড হোম। ভারতে প্রচুর খেলেছি। সামনের ম্যাচ গুলির জন্য় মুখিয়ে রয়েছি।’