Pakistan vs Australia: পাকিস্তানে কেমন আছেন? কী বললেন স্টিভ স্মিথ

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Mar 01, 2022 | 4:51 PM

শুক্রবার থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তিন ম্যাচের সিরজের পরের দুটি টেস্ট হবে করাচি ও লাহোরে। সেখান থেকে আবার রাওয়ালপিণ্ডিতে ফিরে আসবে অস্ট্রেলিয়া দল। সেখানেই হবে তিন ম্যাচের একদিনের সিরিজ ও একটি টি-২০ ম্যাচ।

Follow Us

ইসলামাবাদ: ১৯৯৮ সালের পর আবার পাকিস্তানে (Pakistan) অস্ট্রেলিয়া (Australia) ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে মার্চের ৪ তারিখ। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর পাকিস্তানের বিরুদ্ধে না খেলে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেখানো পথে পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। পাকিস্তান ক্রিকেটে যখন আবার অন্ধকার নেমে আসার পথে, তখনই ভরসার হাত এগিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে পাকিস্তান সফরের সবুজ সংকেত দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। বিভিন্ন রিপোর্ট প্রকাশ পেয়েছিল, বোর্ডের এই সিদ্ধান্ত নাকি মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনকি অনেকেই পাকিস্তান সফরে যেতে চাননি। তবে সেই সব রিপোর্ট মিথ্যে বলে দাবি করেছিল অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে গত সপ্তাহেই পাকিস্তান পৌঁছে যায় অস্ট্রেলিয়া। চার তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। কিন্তু সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগরকে (Aston Aagar) সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়। আবার কাঁপুনি ওঠে অজি শিবিরের অন্দরে। এই অবস্থায়, সাংবাদিকদের মুখোমুখি স্টিভ স্মিথ (Steve Smith)।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই, তদন্ত শুরু করে দুই দেশের বোর্ড। তদন্ত শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিও। তদনের পর সবারই মনে হয়েছে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই হুমকি নিয়ে তেমন মাথা ব্যথার কিছু নেই। পাক সরকারের আয়োজন করা নিরাপত্তা ব্যবস্থায় খুশি অস্ট্রেলিয়া দল। রাওয়ালপিণ্ডিতে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথ জানানা, “সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ নিয়ে আমলা অবগত। এই ধরণের ঘটনা কাঙ্খিত নয়। অনেক মানুষ এখানে আমাদের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। আমাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশ্বাস আছে। পাকিস্তানে আমরা নিরাপদ।” বার্তা স্টিভ স্মিথের।

 

 

“আমাদের অনেকের কাছে এটাই প্রথম পাকিস্তান সফর। আমার সবাই এ দেশে খেলতে মুখিয়ে আছি। পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসেন।” পাকিস্তানে অনুশীলন শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া দল। পেস বোলিংয়ের পাশাপাশি পাকিস্তানে সফল হতে স্পিন সামলাতে হবে। সেটা নিয়েও প্রস্তুতি তুঙ্গে অজি শিবিরের। শুক্রবার থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তিন ম্যাচের সিরজের পরের দুটি টেস্ট হবে করাচি ও লাহোরে। সেখান থেকে আবার রাওয়ালপিণ্ডিতে ফিরে আসবে অস্ট্রেলিয়া দল। সেখানেই হবে তিন ম্যাচের একদিনের সিরিজ ও একটি টি-২০ ম্যাচ।

 

আরও পড়ুন : IPL 2022: আইপিএল শুরুর আগেই ধাক্কা, বাবল-ক্লান্তিতে সরলেন জেসন রয়

ইসলামাবাদ: ১৯৯৮ সালের পর আবার পাকিস্তানে (Pakistan) অস্ট্রেলিয়া (Australia) ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে মার্চের ৪ তারিখ। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর পাকিস্তানের বিরুদ্ধে না খেলে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেখানো পথে পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। পাকিস্তান ক্রিকেটে যখন আবার অন্ধকার নেমে আসার পথে, তখনই ভরসার হাত এগিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে পাকিস্তান সফরের সবুজ সংকেত দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। বিভিন্ন রিপোর্ট প্রকাশ পেয়েছিল, বোর্ডের এই সিদ্ধান্ত নাকি মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনকি অনেকেই পাকিস্তান সফরে যেতে চাননি। তবে সেই সব রিপোর্ট মিথ্যে বলে দাবি করেছিল অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে গত সপ্তাহেই পাকিস্তান পৌঁছে যায় অস্ট্রেলিয়া। চার তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। কিন্তু সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগরকে (Aston Aagar) সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়। আবার কাঁপুনি ওঠে অজি শিবিরের অন্দরে। এই অবস্থায়, সাংবাদিকদের মুখোমুখি স্টিভ স্মিথ (Steve Smith)।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই, তদন্ত শুরু করে দুই দেশের বোর্ড। তদন্ত শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিও। তদনের পর সবারই মনে হয়েছে ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই হুমকি নিয়ে তেমন মাথা ব্যথার কিছু নেই। পাক সরকারের আয়োজন করা নিরাপত্তা ব্যবস্থায় খুশি অস্ট্রেলিয়া দল। রাওয়ালপিণ্ডিতে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথ জানানা, “সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ নিয়ে আমলা অবগত। এই ধরণের ঘটনা কাঙ্খিত নয়। অনেক মানুষ এখানে আমাদের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। আমাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশ্বাস আছে। পাকিস্তানে আমরা নিরাপদ।” বার্তা স্টিভ স্মিথের।

 

 

“আমাদের অনেকের কাছে এটাই প্রথম পাকিস্তান সফর। আমার সবাই এ দেশে খেলতে মুখিয়ে আছি। পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসেন।” পাকিস্তানে অনুশীলন শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া দল। পেস বোলিংয়ের পাশাপাশি পাকিস্তানে সফল হতে স্পিন সামলাতে হবে। সেটা নিয়েও প্রস্তুতি তুঙ্গে অজি শিবিরের। শুক্রবার থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তিন ম্যাচের সিরজের পরের দুটি টেস্ট হবে করাচি ও লাহোরে। সেখান থেকে আবার রাওয়ালপিণ্ডিতে ফিরে আসবে অস্ট্রেলিয়া দল। সেখানেই হবে তিন ম্যাচের একদিনের সিরিজ ও একটি টি-২০ ম্যাচ।

 

আরও পড়ুন : IPL 2022: আইপিএল শুরুর আগেই ধাক্কা, বাবল-ক্লান্তিতে সরলেন জেসন রয়

Next Article
IPL 2022: আইপিএল শুরুর আগেই ধাক্কা, বাবল-ক্লান্তিতে সরলেন জেসন রয়
Guinness World Records: ব্যাট হাতে ৭২ ঘণ্টা ক্রিজে কাটালেন মুম্বইয়ের ক্রিকেটার