KL Rahul: ভাগ্য আর সঙ্গ দিল না…! প্রথম বলে ড্রপ, অবিশ্বাস্য ক্যাচে সেঞ্চুরি মিস লোকেশ রাহুলের

Dec 17, 2024 | 8:09 AM

India vs Australia 3rd Test: এই সিরিজে সেঞ্চুরি না করলেও ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার লোকেশ রাহুলই। দিনের প্রথম ডেলিভারিতেই তাঁর ক্যাচ ফেলে অজি শিবিরে অস্বস্তি তৈরি করেছিলেন স্টিভ স্মিথ। সেই তিনিই অবিশ্বাস্য ক্যাচে ফেরালেন লোকেশ রাহুলকে।

KL Rahul: ভাগ্য আর সঙ্গ দিল না...! প্রথম বলে ড্রপ, অবিশ্বাস্য ক্যাচে সেঞ্চুরি মিস লোকেশ রাহুলের
Image Credit source: PTI

Follow Us

ঘুম ভাঙেনি! চতুর্থ দিনের প্রথম ডেলিভারির পর এমন মজাই হচ্ছিল হয়তো অজি শিবিরে। দিনের প্রথম ডেলিভারি। প্যাট কামিন্স বোলিং শুরু করেছিলেন। বুকের উচ্চতায় বল। ছাড়তে গিয়েও পারেননি। সেকেন্ড স্লিপে স্টিভ স্মিথের কোলে ক্যাচ। এত দ্রুত সব ঘটে যাওয়ায় পরিস্থিতি বুঝেই উঠতে পারেননি স্টিভ স্মিথ। ৩৩ রানে জীবন পেয়েছিলেন লোকেশ রাহুল। এই সিরিজে সেঞ্চুরি না করলেও ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার লোকেশ রাহুলই। দিনের প্রথম ডেলিভারিতেই তাঁর ক্যাচ ফেলে অজি শিবিরে অস্বস্তি তৈরি করেছিলেন স্টিভ স্মিথ। সেই তিনিই অবিশ্বাস্য ক্যাচে ফেরালেন লোকেশ রাহুলকে।

স্লিপ কর্ডনে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার স্টিভ স্মিথ। সেটা পেস বোলিংয়ে হোক কিংবা স্পিনের বিরুদ্ধে। দিনের প্রথম বলে জীবন পেয়ে সুযোগটা দুর্দান্ত কাজে লাগান লোকেশ রাহুল। ফলো অন এড়াতে ভারতের টার্গেট ২৫৬। লোকেশ রাহুল ক্রিজে থাকলে তা সম্ভব। বল পুরনো হয়ে আসায় বিপদও কমেছিল। হাফসেঞ্চুরিও পেরোন। বৃষ্টিতে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। বিরতির পরও একই ছন্দে রাহুল। বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে নিয়ে পার্টনারশিপ গড়ছিলেন। আবারও স্রোতের বিপরীতে অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হল।

কেরিয়ারে টেস্ট ৮টি সেঞ্চুরি রয়েছে লোকেশ রাহুলের। এর মধ্যে সাতটিই দেশের বাইরে। সেই সংখ্যাটা যেন বাড়তে চলেছিল। কিন্তু স্টিভ স্মিথের সৌজন্যে হল না। ব্যক্তিগত ৮৪ রানে ব্যাট করছিলেন রাহুল। সেট ব্যাটার। বোলিংয়ে অফ স্পিনার নাথান লিয়ঁ। পিচে বাউন্স রয়েছে। টার্নও যে কিছুটা রয়েছে, জাডেজার বোলিংয়ের সময়ই টের পাওয়া গিয়েছিল। সময়ের সঙ্গে টার্ন বেড়েছে।

লিয়ঁর কিছুটা শর্ট পিচ ডেলিভারি। অনেকটাই বাউন্স। কাট করতে চেয়েছিলেন লোকেশ রাহুল। যদিও শরীরের এত কাছ থেকে কাট করা কঠিন। রাহুল কাট করছেন, আন্দাজ করে স্লিপ ফিল্ডার স্টিভ স্মিথ ডানদিকে সরতে থাকেন। এক পা সাইডে সরেই ডাইভে এক হাতে অবিশ্বাস্য একটা ক্যাচ। ৮৪ রানেই ইতি রাহুলের ইনিংসের। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্লিপ ফিল্ডার দিনের প্রথম বলে যে সিম্পল ক্যাচ ফেলেছিলেন, রাহুলের ক্যাচ নিয়ে তা ভুলিয়ে দিয়েছেন। এখান থেকে ফলো অন এড়ানোই কঠিন হয়ে দাঁড়াল ভারতের।

Next Article