Sudip Kumar Gharami: মাত্র ১ রান… ব্যাক টু ব্যাক সেঞ্চুরির সুযোগ মিস বাংলার ক্যাপ্টেন সুদীপ ঘরামির

Jan 05, 2025 | 1:26 PM

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭২ বলে হাফসেঞ্চুরি করেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিকই। তবে ৪২তম ওভারে ক্যাপ্টেনের উইকেট হারায় বাংলা।

Sudip Kumar Gharami: মাত্র ১ রান... ব্যাক টু ব্যাক সেঞ্চুরির সুযোগ মিস বাংলার ক্যাপ্টেন সুদীপ ঘরামির
Sudip Kumar Gharami: মাত্র ১ রান... ব্যাক টু ব্যাক সেঞ্চুরির সুযোগ মিস বাংলার ক্যাপ্টেন সুদীপ ঘরামির
Image Credit source: CAB

Follow Us

কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ব্যাক টু ব্যাক সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে ছিলেন বাংলার অধিনায়ক। বিহারের বিরুদ্ধে গত ম্যাচে ১০৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami)। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও তিন অঙ্কের রানের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রজত পাতিদারের মধ্যপ্রদেশের বিরুদ্ধে মুখোমুখি বাংলা। গ্রুপ-ই এর শীর্ষে বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে টস হারেন সুদীপ। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৬৯ রান তোলে বাংলা। তার মধ্যে ১২৫ বলে ৯৯ রান করেন সুদীপ। বিহারের বিরুদ্ধে শেষ ম্যাচে বাংলার ওপেনিং জুটি ভালো পারফর্ম করেছিল। আজ তেমনটা হয়নি। ১.৫ ওভারে অভিষেক পোড়েলের উইকেট হারায় বাংলা। তিনে নেমে ৪৭ রান করে রান আউট হন সুদীপ চট্টোপাধ্যায়।

এই খবরটিও পড়ুন

৭২ বলে হাফসেঞ্চুরি করেন সুদীপ ঘরামি। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিকই। তবে ৪২তম ওভারে ক্যাপ্টেনের উইকেট হারায় বাংলা। ৯৯ রানে থাকাকালীন আবেশ খান ফেরান তাঁকে। তাঁর এই ইনিংসে এসেছে ৬টি চার ও ৩টি ছয়। এই ম্যাচে ব্যাট হাতে বাংলা ক্যাপ্টেন সুদীপের পাশাপাশি জ্বলে উঠেছেন মহম্মদ সামি। ৩৪ বলে ৪২ রানে নট আউট থেকে মাঠ ছেড়েছেন ভারতীয় তারকা। মেরেছেন ৫টি চার ও ১টি ছয়। বাংলার হয়ে তৃতীয় সর্বাধিক রান সামির। এ বার দেখার বল হাতে তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে কেমন কামাল দেখান। বিহারের বিরুদ্ধে বিজয় হাজারেতে বাংলার গত ম্যাচে ১টি উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি।

Next Article